ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটরের কানাডায় সফলতা

প্রকাশিত: ০৮:১০, ৩ জুন ২০১৮

জনকণ্ঠের ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটরের কানাডায় সফলতা

দৈনিক জনকণ্ঠের ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটর’ জিয়া হাসান কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমনটনের সব থেকে বড় ESL School, CCI-LEX (Cultural Connections Institute -The Learning Exchange)-এ ঊঝখ ইংলিশ টিচার হিসেবে জয়েন করেন গত মাসে। এখানে ৮০টিরও বেশি দেশের ছাত্রছাত্রী আসে ইংরেজী শেখার জন্য। দুই মাসের মাথায় জিয়া হাসান প্রতিষ্ঠানের সহকর্মী কানাডিয়ান টিচারদের জন্য ট্রেইনিং প্রোগ্রাম করানোর অফার পান। ওয়ার্কশপের বিষয় : ‘ঊঝখ ক্লাস কিভাবে আরও প্রাণবন্ত করা যায়।’ গত ২৯ মে তিনি সহকর্মী কানাডিয়ান টিচারদের জন্য হাফ-ডে ওয়ার্কশপ পরিচালনা করেন। কর্মশালা শুরু হয় অইঈ ড়ভ ঊঝখ ঞবধপযরহম নামক একটি এ্যাক্টিভিটি দিয়ে, তারপর পেয়ার ওয়ার্ক /গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন মজার মজার আইটেম ‘লার্ন থ্রু ফান’-এর মাধ্যমে চর্চা করা হয়। কানাডিয়ান টিচারগণ ‘রিভিউ এ্যান্ড ফিডব্যাক’ সেশনে ভূয়সী প্রশংসা করেন ওয়ার্কশপটির। সবাই বলেন, তারা মজার মজার সব টিচিং আইডিয়া পেয়েছেন যা তাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই ফলদায়ক হবে। জিয়া হাসান বলেন, ‘একজন বাংলাদেশী টিচার হিসেবে সম্মানিত এবং গর্বিত বোধ করছি এখানে শিক্ষকতা শুরুর দু’মাসের ভেতর সহকর্মী টিচারদের জন্য ট্রেইনিং প্রোগ্রাম করাতে পেরে। সবার দোয়া চাই যেন এখনকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে এডুকেশন নিয়ে বাংলাদেশে আরও বড় কাজ করতে পারি।’ উল্লেখ্য, কানাডা যাবার আগে জিয়া হাসান ঢাকায় একটি দূতাবাসে ইংলিশ ট্রেইনার হিসেবে এবং ফ্রিল্যান্সার কমিউনিকেশন ট্রেইনার হিসেবে কাজ করতেন। তিনি ইংল্যান্ড থেকে ঞঊঝখ-ডিপ্লোমা করেছেন। তিনি বাংলাদেশের গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত প্রথম ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার ওয়েবসাইটww w.yiahasan.me
×