ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৯, ৩ জুন ২০১৮

বিচারবহির্ভূত হত্যাকান্ডের  বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা না হলে এর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার ধানমন্ডির ফখরুদ্দিন কনভেনশন সেন্টারে ‘জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ, রংপুর মেডিক্যাল কলেজ’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি মহাসচিব বলেন, কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর একরাম হত্যার অডিও প্রকাশের মধ্যে মাদকবিরোধী অভিযানে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মাদকবিরোধী অভিযানের নামে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি। তিনি বলেন, এর পেছনে ভিন্ন কারণ আছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেট। আর সে উদ্দেশ্য হাসিলের জন্য কক্সবাজারে কমিশনারকে হত্যা করা হলো। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে অভিযান সরকার ভিন্নদিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। ফখরুল বলেন, মাদক নির্মূলে দেশজুড়ে চলা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শতাধিক মৃত্যু ঘটেছে, যাকে বিচারবহির্ভূত হত্যাকান্ড বলছেন মানবাধিকার কর্মীরা। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সব সময় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। অত্যাচার-নির্যাতনের দিক থেকে এ সরকার অতীতের সকল স্বৈরশাসককে হার মানিয়েছে। আজকে আওয়ামী লীগের মতো দল এভাবে দেশ শাসন করছে। অথচ আওয়ামী লীগ একটি পুরনো দল। তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এক সময়। কিন্তু আজ তারাই গণতন্ত্র ধ্বংস করে একদলীয় নয় শুধু, এক ব্যক্তির শাসন শুরু করেছে। এ অবস্থার অবসানে আমাদের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একটি অর্থবহ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজকে প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ পরিণতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করা। এ জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। ফখরুল বলেন, সরকারের যে দুঃশাসন, একটা স্বাধীন মুক্ত দেশে পাখির মতো মানুষকে গুলি করে মারা হচ্ছে তার কোনো বিচার হবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, উচ্চ আদালতে তার জামিন স্থগিত করা দুঃখজনক। সম্মিলিত ঐক্যের মাধ্যমে যে দানব আমাদের ওপর চেপে বসেছে তাকে একটি আন্দোলনের মধ্য দিয়ে সরাতে হবে। ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আজিজুল হক, সহসভাপতি ফরহাদ হালিম ডোনার, কোষাধ্যক্ষ মোস্তাক রহিম স্বপন প্রমুখ।
×