ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকের রুট রৌমারী

প্রকাশিত: ০৭:০৩, ৩ জুন ২০১৮

মাদকের রুট রৌমারী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সরকারের চলমান মাদকবিরোধী কার্যক্রমে কুড়িগ্রামের সীমান্তবর্তী মাদকব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়েছে। অপরদিকে সরকারের এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল তৎপর রয়েছেন বলেও অভিযোগ করছেন অনেকে। সীমান্তবাসীরা মনে করছেন মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকলে মাদক ব্যবসা ও চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। জেলায় মাদকের রুট হিসেবে পরিচিত রৌমারী উপজেলা। ভারতের পাহাড় ঘেঁষা এ উপজেলার প্রায় ৬০ কিলোমিটার সীমান্ত এলাকায় রয়েছে ভারতের ২টি অঙ্গ রাজ্য আসাম ও মেঘালয়। আর এই সীমান্ত দিয়ে সহজেই মাদক প্রবেশ করে বংলাদেশের অভ্যন্তরে। এই মাদক রৌমারী থেকে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বর্তমানে সরকারের মাদকবিরোধী কঠোর অভিযানে সীমান্তবর্তী চোরাকারবারিরা কোণঠাসা হয়ে পড়েছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অভিযানের পাশাপাশি মাদকবিরোধী মিছিল, সমাবেশ করে জনসচেতনতার কাজ করছে বিভিন্ন সংগঠন। থানার অফিসার ইনচার্জ আরও জানান, বর্তমানে সরকারের চলমান মাদকবিরোধী অভিযানে মূল হোতাদের ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আর মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সেই জনপ্রতিনিধিরা জানতে পেরে বিভিন্ন ভাবে মাদকবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করছে।
×