ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোলায় বিএনপি ও যুবদল অফিসে তালা দিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০২, ৩ জুন ২০১৮

ভোলায় বিএনপি ও যুবদল অফিসে তালা দিয়ে বিক্ষোভ

নিজসস্ব সংবাদদাতা, ভোলা, ২ জুন ॥ ভোলায় প্রায় একযুগ পর জেলা যুবদলের কমিটি ঘোষণায় দলীয় কোন্দল ফের চরম আকার ধারণ করেছে। যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুরে কেন্দ্রীয় নেতৃবন্দকে অবাঞ্ছিত করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিএনপি ও যুবদল কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিএনপির সকল কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেয়। এ সময় জুতা প্রদর্শন করে যুবদলের কেন্দ্রীয় দুই নেতার কুশপুতুল দাহ করে বিদ্রোহীরা গঠনতন্ত্র মেনে ভোলায় পুনরায় কমিটি গঠনের দাবি করেন। বর্তমানে যুবদলের বিদ্রোহী নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দলীয় একাধিক সূত্র জানায়, র্দীঘদিন ধরে জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে ভোলায় দলের মধ্যে দুই গ্রুপে ব্যাপক কোন্দল চলে আসছিল। সর্বশেষ কোন কাউন্সিল ছাড়া শুক্রবার কেন্দ্র থেকে যুবদলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জামালউদ্দিন লিটনকে সভাপতি, আবদুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক, মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল ও জিয়াউর রহমান পলাশকে যুগ্মসম্পাদক করা হয়েছে। শনিবার এ খবর ছড়িয়ে পড়লে ভোলায় যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীর মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত যুবদলের নেতা তরিকুল ইসলাম কায়েদ,কবির হোসেনের নেতৃত্বে দুপুরে ভোলা শহরের মহাজনপট্টির বন্ধ জেলা যুবদলের কার্যালয়ে তালার ওপর তালা মারে এবং জেলা বিএনপির কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন। পরে তারা জুতা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আরব নিরব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কেন্দ্রীয় যুবদল যুগ্মসাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নের কুশপুতুলে অগ্নিসংযোগ করে তাদের ভোলায় অবাঞ্ছিত করেন। যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ বলেন, কমিটি গঠনের নিয়ম হচ্ছে জেলায় বার্ষিক সম্মেলন হবে। বরগুনায় ভাংচুর নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি অফিসের আসবাবপত্র ভাংচুর করে তালা লাগিয়ে দিয়েছে একাংশের কর্মীরা। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটি জাহিদ মোল্লাকে সভাপতি, ডিলার জুয়েলকে সাধারণ সম্পাদক ও মুরাদুজ্জামান টিপনকে সাংগঠনিক সম্পাদক করে বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করে। বর্তমানে যে নতুন কমিটি গঠন করা হয়েছে তা প্রত্যাখ্যান করে তালিমুল ইসলাম পলাশকে সভাপতি করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।
×