ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ০৭:০১, ৩ জুন ২০১৮

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসন এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেনÑ আরিফুল ইসলাম (৪৫) ও হেলপার দিপু শেখ (২২) বাড়ি নবীনগর ঝিকরগাছা যশোর, শাহী চৌধুরী (৬০) বাড়ি ক্ষুদ্র কোমলপুর গাইবান্ধা এবং অপর এক নারীর নাম ঠিকানা পাওয়া যায়নি। জানা গেছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে ওভারটেক করার সময় ফেঞ্চিগেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’টি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ফরিদপুরে তিন ছাত্র নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এর মধ্যে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াইসেতুর অদূরে গড়িয়াদহে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ কাদের (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। কাদের উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে। সে ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার ১২টার দিকে কামারখালী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে একটি বাইসাইকেল করে বাড়ি ফিরছিল কাদের। মহাসড়ক পার হওয়ার সময় ফরিদপুর থেকে মাগুরাগামী বনফুল নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় কাদের । এছাড়া খোয়া ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের কালিপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ হলেন মধুখালী পৌরসভার মেছরদিয়া মহল্লার মোঃ রাশেদুজ্জামানের ছেলে মোঃ লিমন (১৮) ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া গ্রামের মোঃ আকরাম হোসেনের ছেলে মোঃ সাব্বির। দুজনই এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ওই দুই তরুণ একটি মোটরসাইকেলে করে কামারখালীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি কভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে খোয়া ভর্তি একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ওই দুই তরুণ ঘটনাস্থলেই নিহত হন। রাজশাহীতে সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় লালু মিয়া (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালু মিয়া সাইকেল নিয়ে বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সাইকেলকে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক পোল ভেঙ্গে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লালু মিয়ার মৃত্যু হয়। লালু উপজেলার মাটিকাটা উজানপাড়া গ্রামের বেলালের ছেলে। সাভারে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম মঞ্জুরুল আলম (৫৫)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ বকুলতলী গ্রামে। তিনি সাভার পৌর এলাকার মধ্য রাজাশনের আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোরে মাছ ক্রয়ের জন্য আড়তে যাবার সময় বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাজ্জাক প্লাজার সামনে রেলিংয়ের ওপর দিয়ে সড়ক পার হতে গেলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামালপুরে শিশু নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুর শহরের প্রধান সড়কের বোসপাড়া মোড়ে দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে বাধন নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বাধন হবিগঞ্জ জেলার মাধবপুর গ্রামের জামান মিয়ার ছেলে। তারা শহরে ফেরি করে ইজিবাইকে ব্রহ্মপুত্র নদের পাড়ে স্থাপিত ডেরায় ফিরছিল। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×