ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতন ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৭:০০, ৩ জুন ২০১৮

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতন ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২ জুন ॥ লন্ডনভিত্তিক চ্যানেল এস এর ক্যামেরা পার্সন ও অভিনেতা সিরাজুল ইসলাম জীবনের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। এএসপি রবিউল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৩ কার্যবিসের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এসপি বিধান ত্রিপুরা পিপিএম বার। এদিকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ মানববন্ধন-সমাবেশ করেছে সাংস্কৃতিক ও নাট্য সংগঠন। এ সময় বক্তব্য রাখেন, নাট্য মেলার সভাপতি অভিনেতা ও কণ্ঠশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, সবুজ মেলা সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম ও সাংস্কৃতিক কর্মী কামাল আহমেদ প্রমুখ। বগুড়ায় নকল জুস ও স্যালাইন উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার বিকেলে বগুড়ার নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল জুস, গ্লুকোজ ও স্যালাইনের লেবেল উদ্ধার করা হয়েছে। এগুলো তৈরির সরঞ্জাম আটক করা হয়। বাড়ির মালিক এ টি এম তাহেরকে গ্রেফতার করার পর ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদ- দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিম সরকার ভেজালবিরোধী এই অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন পৌরসভার ইন্সপেক্টর শাহ আলম ও পুলিশের সদস্যরা।
×