ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশিত: ০৭:০০, ৩ জুন ২০১৮

আমতলীতে জমে উঠেছে ঈদ বাজার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ জুন ॥ জমে উঠেছে আমতলীর ঈদ বাজার। শিশু, নারী,-পুরুষের পদচারণায় সরগরম বিপণি বিতানগুলো। সবচেয়ে কদর বেশি ইন্ডিয়ান-পাকিস্তানী পোশাকের। ক্রেতারা তাদের পছন্দ মতো জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি ঈদপণ্য কিনছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভিড়ও তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগররা। রাত জেগে তারা কাজ করছে । জানা গেছে, ১২ রোজা থেকে ঈদ বাজার জমে ওঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা । বাসুগী গ্রামের ক্রেতা রোজিনা বলেন, এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও অনেক বেশি। ভিনয় ফ্যাশনের একটি থ্রিপিস ১২ হাজার টাকায় ক্রয় করেছি। তিনি আরও বলেন, দাম একটু বেশি হলেও ভাল মানের পোশাক পাওয়া যাচ্ছে। সোনারগাঁয়ে মা ও প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে জখম স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে মা সাফিয়া বেগম ও বাক-প্রতিবন্ধী ছেলে সুমনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার সনমান্দির ইউনিয়নের বাবুরকান্দি গ্রামে। জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের বাবুরকান্দি গ্রামের সাফিয়া বেগমের সঙ্গে একই এলাকার তোফাজ্জলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ তোফাজ্জলের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে সাফিয়া বেগম ও তার বাক প্রতিবন্ধী ছেলে সুমনকে পিটিয়ে জখম করে। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত সাফিয়া বেগম বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
×