ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ॥ নূর

প্রকাশিত: ০৬:৫৯, ৩ জুন ২০১৮

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন,মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দেশে জঙ্গী ও সন্ত্রাস নির্মূল হলেও এখন যুব সমাজকে ধ্বংস করছে মাদক। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিযান চলছে। সকলের প্রচেষ্টায় দেশকে মাদক মুক্ত করতে হবে। শনিবার দুপুরে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে গোটা নীলফামারীর শহীদ মিনার চত্বরের মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন নীলফামারীসহ সারাদেশে মাদক ব্যবসায়ী ও মাদকখোরদের পক্ষ নিয়ে কেউ যদি সুপারিশ করে তাহলে তাদের ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নূর। নূর বলেন, জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূলের পর দেশে যখন মাদক নির্মূলের অভিযান চলছে তখন দেশের শান্তি এবং উন্নয়নের গতি বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত দেশের মধ্যে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত। দেশ এগিয়ে যাচ্ছে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার সফল হচ্ছে এটা তারা সহ্য করতে পারছে না। জনগণ তাদেরকে ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে এবং দেশ অচিরেই মাথা উঁচু করে বিশ্বে এগিযে যাবে। নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ।
×