ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে রেললাইন ঘেঁষে শেড নির্মাণ ॥ ঘটছে প্রাণহানি

প্রকাশিত: ০৬:৫৯, ৩ জুন ২০১৮

মীরসরাইয়ে রেললাইন ঘেঁষে শেড নির্মাণ ॥ ঘটছে প্রাণহানি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২ জুন ॥ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে রেলওয়ের জায়গায় ঝুঁকিপূর্ণভাবে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী অংশের ৫ফুট দূরত্বে মাছ বিক্রির শেড নির্মাণ করছে বারইয়ারহাট পৌরসভা। গত বছরে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত রেললাইনের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকানগুলো ভেঙ্গে দিলেও এক বছরের ব্যবধানে পৌরসভা কর্তৃক নির্মাণ করা হচ্ছে এই নতুন শেড। অথচ বারইয়ারহাট পৌরবাজার অংশে গত ৩ বছরে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত অর্ধশত পথচারী ও কাঁচাবাজার ব্যবসায়ী। এমন অসচেতন উদ্যোগে উদ্বিগ্ন সচেতন মহল। জানা গেছে, বারইয়ারহাট পৌরসভায় মাছবাজারের পুরনো শেডটিও রেলওয়ের জায়গার উপর অবস্থিত। কিছুদিন আগে পুরনো শেডটি সংস্কার কাজ করার জন্য টেন্ডার আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। পুরাতন শেডটি সংস্কার শেষে পুনরায় রেলওয়ের জায়গা দখল করে ঢাকামুখী রেললাইন থেকে ৫ ফুট দূরত্বের মধ্যে লোহার এ্যাঙ্গেলে টিন লাগিয়ে নতুন শেড নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। ইতোমধ্যে নতুন নির্মিত শেডে ১০ টি দোকান ১ লাখ টাকা করে ভাড়ার বরাদ্দও দেয়া হয়েছে বলে জানা গেছে। বারইয়ারহাট পৌরবাজারে রেললাইনের উপর বসা কাঁচাবাজার ও মাছবাজারে কেনাকাটা করার সময় গত ৩ বছরে নিহত হয়েছে অন্তত অর্ধশত পথচারী ও ব্যবসায়ী। রেলওয়ের জায়গা দখল করে শেড নির্মাণ করলেও রেলওয়ে কর্তৃপক্ষকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। রেললাইনের পাশে অবৈধ দোকান বসানোর ফলে বারবার ঘটছে দুর্ঘটনা। বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রফিকুজ্জামান বাবুল বলেন, পৌরসভা থেকে পুরাতন মাছবাজার সংস্কার কাজের জন্য ১৮ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। সংস্কার কাজ পৌরসভার মাসিক মিটিংয়ে অনুমোদন হলেও নতুন করে শেড নির্মাণের কোন সিদ্ধান্ত হয়নি। পৌর মেয়র কোন কাউন্সিলরের সঙ্গে আলোচনা না করেই বিনা টেন্ডারে ব্যক্তিগত উদ্যোগে রেললাইনের ওপর এই শেড নির্মাণ করছে। এর দায়দায়িত্বও আমরা কোন কাউন্সিলর নেব না। অতীতেও অনেক দুর্ঘটনা ঘটেছে, আগামীতেও ঘটলে এর দায়িত্ব আমাদের নয়। অথচ যে কেউ এই শেডে গেলেই প্রাণহানির ঘটনা স্বাভাবিক। কারণ কখনও বেখেয়ালে রেললাইনের ওপর যাওয়া স্বাভাবিক। গত কয়েক বছরে রেললাইন ঘেঁষে গড়ে উঠা কাঁচাবাজার ও মাছবাজারে অর্ধশত ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানান তিনি। এই বিষয়ে বারইয়াহাট পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন বলেন, পৌরবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে পুরাতন মাছবাজারের শেডটি সংস্কার করা হয়েছে। এছাড়া মাছ বিক্রেতাদের জায়গা সঙ্কুলান না হওয়াতে নতুন করে শেড নির্মাণ করা হচ্ছে। তবে বরাদ্দের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। রেলওয়ের জায়গা দখলের বিষয়ে তিনি বলেন, এখানে শেডগুলো অনেক আগে থেকে স্থাপিত ছিল। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, বারইয়ারহাট পৌরবাজারে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনাগুলো ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়। রেললাইনের পাশে নতুন করে নির্মিত শেড উচ্ছেদের বিষয়ে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
×