ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির পক্ষে উত্তরাঞ্চলের ১৩ সাংসদ

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুন ২০১৮

তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির পক্ষে উত্তরাঞ্চলের ১৩ সাংসদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ তামাকের কর নীতিমালা গ্রহণ এবং জাতীয় বাজেটে সকল তামাকজাত পণ্যের খুচরা মূল্যের সুনির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ ও তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ শতাংশে উন্নীত করার পক্ষে অবস্থান নিলেন উত্তরাঞ্চলের ১৩ সংসদ সদস্য। উন্নয়ন সংস্থা এসিডি সূত্রে জানা গেছে, তামাকজাত পণ্যের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে সংসদ সদস্যগণ অর্থমন্ত্রী বরাবর এমন প্রস্তাবনা দিয়ে ডিও লেটার প্রদান করেছেন রাজশাহী ও রংপুর বিভাগের অন্তত ১৩ জন সংসদ সদস্য। তারা হলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য আলতাফ আলী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসন-২ এর সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম, রংপুরের সংরক্ষিত আসন এর সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ ডিউক চৌধুরী, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রমুখ। তারা ওই চিঠিতে উল্লেখ করেছেন তামাক ও তামাকজাত পন্য স্বাস্থ্যের পক্ষে হানিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্য বলছে, পৃথিবীর যেসব দেশে তামাকপণ্যের দাম অত্যন্ত সস্তা বাংলাদেশ তার মধ্যে অন্যতম। ফলে সামগ্রিকভাবে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার, লাভবান হচ্ছে তামাক কোম্পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য গবেষণা থেকে জানা যায় তামাক ব্যবহারের ফলে তামাকজনিত কারণে বাংলাদেশে প্রতিবছর অন্তত ৭৬ হাজার থেকে ১ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। বাংলাদেশে ৪৩ শতাংশ অর্থাৎ ৪ কোটি ১৩ লাখ (২০০৯) প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন, যার মধ্যে ২৩% (২ কোটি ১৯ লাখ) ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহার করেন এবং ২৭.২% (২ কোটি ৫৯ লাখ) ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল, খৈনি, সাদাপাতা) ব্যবহার করেন। এই ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের হার নারীদের মধ্যে অনেক বেশি। বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সের প্রায় ৭% (২০১৩) কিশোর-কিশোরী তামাকপণ্য ব্যবহার করে যা অত্যন্ত উদ্বেগজনক।
×