ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার ও কুমিল্লায় দুই মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:০৯, ৩ জুন ২০১৮

কক্সবাজার ও কুমিল্লায় দুই মাদক কারবারি নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজার ও কুমিল্লায় দুই মাদক কারবারি নিহত হয়েছে। এদের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত হয় এক মাদক ব্যবসায়ী। অন্যদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এক মাদক কারবারি। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। কক্সবাজার ॥ চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে শাহজাহান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় ফরিদুল আলমের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৭টি ও চকরিয়া আদালতে ৫টিসহ মোট ১২টি মামলা রয়েছে। শনিবার মধ্য রাতে বরইতলী মধ্য বানিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়েছে। চকরিয়া থানা সূত্র জানায়, দুই বাহিনীর গোলাগুলিতে শাহজাহান নিহত হয়েছে। ওসি বলেন, শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারী কর্মচারীকে মারধরের মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লা ॥ কুমিল্লায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের এএসপি ও থানার ওসিসহ ৪ পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভারত সীমান্তবর্তী জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের ভাটবাড়ি গ্রামের আবুল হাসেমের ছেলে ও ১২টি মামলার আসামি বলে জানা গেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল ফয়সাল জানান, চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি সাইফুল ইসলামের নেতৃত্বে তিনিসহ (ওসি) পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রামের কড়ইবন এলাকায় রাস্তার মাথায় অবস্থান নেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৬) ও তার সহযোগীরা ওই স্থান দিয়ে মাদক পাচারকালে পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এতে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউ- গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়কালে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×