ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি

প্রকাশিত: ০৬:০৯, ৩ জুন ২০১৮

আজ বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ অনুষ্ঠিত হবে আজ। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি শেষে মঙ্গলবার দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে জিতবে কোন দল? প্রশ্নটি উঠছে প্রস্তুতি ম্যাচের পর। টি২০ র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান এগিয়ে। টি২০তে আফগানরা অনেক ভাল দলও। তবে বাংলাদেশও অনেক শক্তিশালী দল। প্রতিষ্ঠিত দল। কিন্তু এই দলটিই এখন আফগানদের বিপক্ষে সিরিজে জিতে যাবে, সেই নিশ্চয়তা মিলছে না। প্রস্তুতি ম্যাচে যে হার হয়েছে। প্রস্তুতি ম্যাচের হিসেব যদিও মূল সিরিজের ম্যাচে কোন প্রভাব ফেলে না, কিন্তু দুই স্পিনার রশিদ খান ও মুজিব জাদরানকে ছাড়া খেলে আফগানিস্তান যেভাবে জিতেছে তাতে বাংলাদেশের সামনে আতঙ্কই যেন ধরা দিচ্ছে। ৮ উইকেটে জিতেছে আফগানিস্তান। আফগান দলে আসগার স্ট্যানিকজাই, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খানদের মতো অভিজ্ঞদের সঙ্গে তরুণ ক্রিকেটাররাও আছেন। ব্যাটিং, বোলিংয়ে সমন্বয়ও আছে। ব্যাট হাতে স্ট্যানিকজাই, শাহজাদ, নজিবুল্লাহ, শিনওয়ারি, নবীরা আতঙ্ক। আর বল হাতে রশিদ, নবী ও মুজিব জাদরানতো রীতিমত ভীতি সৃষ্টি করে দিয়েছেন। পেস আক্রমণে শাপুর জাদরান, গুলবাদিন নাইবরা রয়েছেন। বাংলাদেশ শিবিরে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহীমের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। ব্যাট হাতে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকতরা রয়েছেন। বল হাতে স্পিন আক্রমণে সাকিব, নাজমুল ইসলাম অপু রয়েছেন। আর পেস আক্রমণে রুবেল হোসেনের সঙ্গে আবুল হাসান রাজু আছেন। আফগানিস্তান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে যে অবস্থা হয়েছে তাতে করে বাংলাদেশ জিতবে তা বলা মুশকিল। আফগানিস্তান টি২০তে শক্তিশালী দল। বাংলাদেশকে হারিয়েও দিতে পারে। আবার দেরাদুনে বাংলাদেশ যতটানা প্রস্তুতি নিয়েছে, তারচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে আফগানিস্তান। উইকেট যদিও ভাবা হচ্ছিল, পেসনির্ভর হতে পারে। কিন্তু প্রস্তুতি ম্যাচে বোঝা গেছে, উইকেট স্পিননির্ভরও হতে পারে। যে দল ভাল ব্যাটিং করতে পারবে তাদের জয় হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। প্রথম ম্যাচ। তাই যে দল জিতবে তারা সিরিজে এগিয়েও যাবে। প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জেতার সম্ভাবনাও তৈরি করে ফেলা। দুই দলের মধ্যকার প্রথম টি২০ ম্যাচটিতে এখন কোন দল জিতে সেদিকেই সবার নজর থাকছে।
×