ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৭ মাদক ব্যবসায়ী আটক

কালশীর বিহারী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ০৬:০৭, ৩ জুন ২০১৮

কালশীর বিহারী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীর কালশীর বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২৭ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। এ সময় তিন শ’ সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পগুলো ঘিরে রেখে তল্লাশি চালায়। পরে ডগ স্কোয়াডের সাহায্যে ক্যাম্পের বিভিন্ন ঘর থেকে মাদক উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সকাল সাড়ে দশটার দিকে পল্লবীর কালশীর বিহারী ক্যাম্পগুলোতে মাদকবিরোধী অভিযান শুরু করে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মোঃ মনির হোসেনের নেতৃত্বে অভিযানে মিরপুর ডিভিশন পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পগুলো ঘিরে রেখে অভিযান শুরু করে। অভিযান শেষে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পল্লবী থানার বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার ১৫০ পিস ইয়াবা, ছয় কেজি গাঁজা, ছয় শ’ ৭৪ গ্রাম হেরোইন ও ১২৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় ২৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাদন ফকির জানান, অভিযান শুরুর সময় পুরো ক্যাম্প এলাকা ঘিরে ফেলা হয়। বাইরে থেকে কাউকে ভেতরে বা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দেয়া হয়নি। গ্রেফতারকৃতরা মাদক বিক্রেতা। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরই ধরা হয়েছে। কাউকে হয়রানিমূলকভাবে ধরা হয়নি। ডগ স্কোয়াডের সাহায্যে ক্যাম্পের বিভিন্ন ঘর থেকে মাদক উদ্ধার করা। ক্যাম্পগুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান। মাদকবিরোধী অভিযানে আরও ৮০ জন গ্রেফতার ॥ মাদকবিরোধী চলমান অভিযানে ঢাকা মহানগরে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর জানান, রাজধানীর ৪৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩১০টি ইয়াবা ট্যাবলেট, ৯৭৮ গ্রাম হেরোইন, প্রায় ৭৪ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা করা হয়েছে বলেও ডিসি মাসুদুর রহমান জানান।
×