ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৯, ২ জুন ২০১৮

 টাঙ্গাইলে ট্রেনে  কাটা পড়ে  দুজনের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ জুন ॥ কালিহাতী উপজেলার সরাতৈল ও বেড়ামাওয়া এলাকায় পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল ও বেড়ামাওয়া এলাকায় পৌঁছলে পৃথক দুটি স্থানে দুই যুবক ট্রেনে কাটা পড়ে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ট্রেনে কাটা পড়ে শাহীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার হযরত আলীর ছেলে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রাতে বাঘার আড়ানী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল একটি লোকাল ট্রেন। সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহীন।
×