ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ রোজার মধ্যে বেতন বোনাস দাবিতে শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ০৫:০৮, ২ জুন ২০১৮

  ২০ রোজার মধ্যে বেতন বোনাস দাবিতে শ্রমিক  সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ এবং অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করার দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক অঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম আল জাহিদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কলি হারুন, নারী সংহতির জেলা সংগঠক আফরিন হিয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস জামান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সদস্য সচিব কাউসার হামিদ। অপরদিকে ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আরেকটি শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে তারা সমাবেশ করে। পরে তারা একটি মিছিল বের করে। সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আঞ্চলিক নেতা হারুন অর রসিদ রানা, রাকিব হোসেন, আবুল হাসেম, মোস্তাকিম ও তোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশ দু’টিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা ২০ রোজার মধ্যে পরিশোধ করতে হবে। গার্মেন্টস মালিকরা সারাবছর শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে ঈদকে সামনে রেখে সকল বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে বকেয়া পাওনা থেকে বঞ্চিত করে শ্রমিকদের চরম বিপদে ফেলে দেয়। এতে কারখানাগুলোয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। বক্তারা শ্রমিকদের অবশ্যই ২০ রোজার মধ্যে সকল বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান।
×