ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি

প্রকাশিত: ০৫:০৭, ২ জুন ২০১৮

 বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে  বরাদ্দের  দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় বাজেটের ২৫% শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখা শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করে। ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও ছাত্রনেতা সঞ্জয় শর্মার পরিচালনায় মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, মহানগর ছাত্রফ্রন্ট নেতা অমিত মোহন্ত, শাহ খুররম ডিগ্রী কলেজের আহ্বায়ক এনামুল হক সামি, আজহারুল হক চৌধুরী সাকিব, আজির আহমদ, দীপু দাস, সুব্র দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৪৫ জন ছাত্রের মধ্যে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হতে না হতেই অর্ধেক ঝরে পড়ে। দেশে এখনও ২৫ হাজার গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। একুশ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি। মাত্র ৩২৩টি মাধ্যমিক স্কুল সরকারী করা হয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার বাণিজ্যকরণ আরও প্রকট। বক্তারা বলেন, প্রতি বছর বাড়ছে বাজেটের আকার। কিন্তু শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমে যাচ্ছে। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী আমাদের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবি সরকার অস্বীকার করে যাচ্ছে। বক্তারা আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
×