ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিমসাগর, ক্ষীরসাপাতি, লক্ষ্মণভোগ বাজারে ॥ জমজমাট কেনাবেচা

প্রকাশিত: ০৫:০৬, ২ জুন ২০১৮

  হিমসাগর, ক্ষীরসাপাতি, লক্ষ্মণভোগ  বাজারে ॥ জমজমাট কেনাবেচা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আমের কেনাবেচায় এখন সরগরম রাজশাহী অঞ্চল। গত ২০ মে থেকে গোপালভোগ ও নানা জাতের গুটি আম বাজারে আসার পর থেকেই মূলত শুরু হয়েছে এ অঞ্চলে আমের কারবার। তবে প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে শুক্রবার রাজশাহীর বাজারে এলো অনন্য স্বাদের আম হিমসাগর, ক্ষীরসাপাতি ও লক্ষ্মণভোগ। শুক্রবার থেকে এ জাতের আমের দেখা মিলেছে রাজশাহীর বাজারে। আর ক’দিন পর আসবে ল্যাংড়া জাতের আম। আগামী ৬ জুন থেকে রাজশাহীর বাজারে মিলবে ল্যাংড়া। রাজশাহীর আম বাজারে এখন প্রতিদিন বাড়ছে ক্রেতার ভিড়। জমে উঠেছে কেনাবেচা। রাজশাহীর নগরীর উপকণ্ঠে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সবচেয়ে বড় আমের মোকাম। সেখানে বেশি আম কেনাবেচা শুরু হয়েছে। এছাড়াও নগরীর সাহেববাজার, হড়গ্রাম, উপশহর, শালবাগানে বিভিন্ন জাতের আম নিয়ে খুচরা ব্যবসায়ীরা দোকান সাজিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে ফেরি করেও আম বিক্রি করছেন পাড়া মহল্লায়। রাজশাহীবাসীর সকালের ঘুম এখন ভাঙছে আমওয়ালাদের চিৎকারে। বানেশ্বর বাজারের ইজারাদার মন্টু সরকার জানান, প্রশাসনের নির্দেশ পাওয়ার পর কৃষকরা আম পাড়া শুরু করেছেন। ২০ মে’র পর থেকেই শুরু হয়েছে আমের কেনাবেচা। দেশের বিভিন্ন এলাকার পাইকাররাও আসছেন। তাই এখন আমের বাজার জমজমাট। গোপালভোগ, ক্ষীরসাপাত, রাণীভোগ এবং স্থানীয় গুটি জাতের সব আম পেকে গেছে। তাই উপজেলার বিভিন্ন এলাকার আম চাষীরা প্রত্যেক দিনই গাছ থেকে আম নামিয়ে বাজারে নিয়ে আসছেন। তিনি জানান বাজার এখন পুরো জমজমাট। এখান থেকে প্রতিদিন ট্রাকের পর ট্রাক আম যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার সকালে বানেশ^র বাজারে গিয়ে দেখা যায় সর্বত্র আমের ছড়াছড়ি। বানেশ্বর বাজারের পাইকারী ব্যবসায়ী ফরমান আলী জানান, গোপালভোগ বিক্রি হচ্ছে মানভেদে ১ হাজার থেকে ১৭০০ টাকা পর্যন্ত। আর স্থানীয় গুটি জাতের সব আম ৬০০ থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, এই বাজারে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ মণ আম আসছে। সব ব্যবসায়ী মিলে প্রায় ১০ ট্রাকের মতো আম দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। আরেক বিক্রেতা খাদেমুল জানান, বাজারে এখন গুটি জাতের আম পর্যাপ্ত রয়েছে। এরই মধ্যে দেখা মিলেছে হিমসাগর, ক্ষীরসাপাত ও লক্ষ্মণভোগ জাতের আম। এখন গোপালভোগ, ক্ষীরসাপাত ও গুটি জাতের আমে ভরপুর বাজার। রাজশাহীর বাজারে গোপালভোগ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৭০০ টাকা পর্যন্ত, ক্ষীরসাপাত ১৩০০ থেকে ১৪০০ টাকায়, আর গুটি জাতের সব আম ৮০০, ৯০০ ও ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজশাহীর নগরীর সাহেববাজার এলাকার আম ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘বাজারে গোপালভোগ আম রাখছি। প্রতি মণ আম ২০০০ টাকায় বিক্রি করছি। প্রত্যেক দিন ৩০ মণ আম বিক্রি করছি। বাজার দেখভাল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে। এজন্য কোন বিক্রেতাই প্রশাসনের বেঁধে দেয়া সময়ের আগে অন্য জাতের আম নিয়ে আসতে পারছে না।
×