ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেলেন গুরেরো

প্রকাশিত: ০৪:৫১, ২ জুন ২০১৮

ছাড়পত্র পেলেন গুরেরো

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৬ বছর পর আবার বিশ্বকাপ মঞ্চে এবার দক্ষিণ আমেরিকার দেশ পেরু। ১৯৮২ সালে সর্বশেষবার অংশ নেয়ার পর থেকে আর বাছাইপর্বের গ-িই পেরোতে পারেনি তারা। অথচ ১৯৭০ সালে দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নেবে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেললেও ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কারণে দল থেকে বাদ পড়েন পেরুর অধিনায়ক পাওলো গুরেরো। গেল ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ এই ফুটবলার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে। তবে আগেভাগেই নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন এ ৩৪ বছর বয়সী তারকা ফুটবলার। গত অক্টোবরে পেরু অধিনায়ক গুরেরো ডোপ টেস্টে পজিটিভ হয়ে ধরা পড়েন। আর তাতে এক বছরের জন্য নিষিদ্ধও হন। কিছুদিন পর অবশ্য ফিফা তার শাস্তির মেয়াদ কমিয়ে আনে ৬ মাসে। অর্থাৎ বিশ্বকাপেও খেলতে পারতেন এই অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু তখনই বাদ সেধে বসে ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এজেন্সি। তারা ক্রীড়া সালিশ-নিষ্পত্তি আদালতকে (সিএএস) অনুরোধ করে এ ৩৪ বছর বয়সী পেরুভিয়ানকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দেয়ার জন্য। আর তাতেই খড়গ নেমে আসে গুরেরোর ওপর। তবে এবার পেরুর ফেডারেল কোর্ট তার ওপর আরোপকৃত এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর তাই বিশ্বকাপে খেলার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে গুরেরোর। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ দিয়েই আবার জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এ অভিজ্ঞ স্ট্রাইকার। অবশ্য গুরেরোকে ফিরিয়ে আনতে অনেকদিন ধরেই সোচ্চার ছিলেন তার সতীর্থ আর অন্যান্য দেশের ফুটবলাররা। বিশ্বকাপে একই গ্রুপে পড়া ফ্রান্স অধিনায়ক হুগো লরিস, ডেনমার্ক অধিনায়ক সাইমন কায়ের এবং অস্ট্রেলিয়া অধিনায়ক মাইল জেদিনাক ফিফার কাছে আবেদন করেছিলেন তার এ নিষেধাজ্ঞা যেন তুলে নেয়া হয়। তারা তিনজন ফিফার কাছে এক খোলাচিঠিও পাঠিয়েছিলেন। সে জন্যই বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ একটি মঞ্চে নামার সুযোগ পেতে যাচ্ছেন গুরেরো।
×