ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৭ টুর্নামেন্ট শুরু ইউনিয়ন পর্যায় থেকে

প্রকাশিত: ০৪:৪৯, ২ জুন ২০১৮

 অনুর্ধ-১৭ টুর্নামেন্ট শুরু ইউনিয়ন  পর্যায় থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। নতুন প্রতিভা খুঁজে নিতে ইউনিয়ন পর্যায় থেকে এই আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফুটবলারদের পরিচর্যা করতে না পারার দায় স্বীকার করেছে বাফুফে। বাংলাদেশের ফুটবলের দৈন্যদশা নতুন নয়। জাতীয় দলের একের পর এক ব্যর্থতায় শূন্যের কোঠায় নেমে গেছে ফুটবলের মান। এর থেকে বের হতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। সিলেটে ফুটবল একাডেমি কিংবা বয়সভিত্তিক দল তৈরি কোনটাই কাজে আসেনি। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। সত্যিকারের ফুটবলার বের করে আনতে এই টুর্নামেন্ট শুরু হবে ইউনিয়ন পর্যায় থেকে। এই প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা অনুমোদন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, যুব গেমসের মতো আসরগুলো থেকে এর আগেও বেরিয়ে এসেছে ফুটবলাররা।
×