ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেট বোর্ড নিজেদের অধীনে নিয়ে নিল শ্রীলঙ্কা সরকার

প্রকাশিত: ০৪:৪৮, ২ জুন ২০১৮

ক্রিকেট বোর্ড নিজেদের অধীনে নিয়ে নিল শ্রীলঙ্কা সরকার

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) অস্থায়ীভাবে নিজেদের অধীনে নিয়ে নিয়েছে লঙ্কান সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, দিনে দিনে লঙ্কান ক্রিকেট বোর্ড ‘প্রতিবন্ধী কর্তৃপক্ষ’ নিয়ন্ত্রণ করে ফেলেছে। বর্তমান বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালার মেয়াদকাল শেষ হয়েছে ৩১ মে। এরপর থেকেই সরকারের অধীনে চলে গেছে বোর্ড। সুমাথিপালার পরিবর্তে বোর্ডের পক্ষ থেকে যোগ্য কাউকে সামনে আনতে পারেনি। এমনকি নির্বাচন করতেও আগ্রহী দেখা যায়নি ক্রিকেট বোর্ডকে। মূলত বোর্ডের বিগত দিনের একাধিক অনৈতিক কর্মকাে র কারণে আদালতের পক্ষ থেকেই নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই কেউই নির্বাচন করায় আগ্রহী হয়নি। অস্থায়ীভাবে সরকারের পক্ষ থেকে বোর্ডের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কামাল পদ্মশ্রী। সরকারের এমন সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিভাবে নেবে তা এখনও জানা যায়নি। তবে বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপ সবসময়ই আইসিসির নীতিমালা বহির্ভূত। এর আগে ২০১৫ সালে যখন সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন কমিটি দেয়া হয়েছিল সে সময়ও আইসিসি লঙ্কান বোর্ডের আর্থিক সাহায্য স্থগিত করে দিয়েছিল। তবে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ফাইজার মুস্তফা জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যেই বোর্ডের নির্বাচন হবে। এরপরই হয়তো সরকার বোর্ডের হাতে আবার দায়িত্ব ফিরিয়ে দেবে।
×