ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিদিকে বিদায় জানাল লর্ডস

প্রকাশিত: ০৪:৪৭, ২ জুন ২০১৮

আফ্রিদিকে বিদায় জানাল লর্ডস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি২০ ম্যাচটা ছিল ঝড়ে বিধ্বস্ত ক্যারিবীয় দ্বীপে একাধিক স্টেডিয়াম সংস্কারে তহবিল সংগ্রহের জন্য। বিশাল জয় পেয়েছে কার্লোস ব্রেথওয়েট-ক্রিস গেইলের দল। তবে সেসব ছাপিয়ে বৃহস্পতিবার লর্ডসের ম্যাচটিতে আলোচনায় ছিলেন শহীদ আফ্রিদি। মাঠের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফেয়ারওয়েলের সুযোগ হয়নি দেশটির কিংবদন্তিতুল্য এই অলরাউন্ডারের। ঐতিহাসিক লর্ডসে চ্যারিটি ম্যাচের মধ্য দিয়ে কার্যত অবসরের আনুষ্ঠানিকতা সারলেন আফ্রিদি। উইন্ডিজের ১৯৯ রানের জবাবে ১২৭-এ অলআউট বিশ্বএকাদশ হেরেছে ৭২ রানের বিশাল ব্যবধানে। তাতে কী? বিধ্বস্ত ক্যারিবীয় স্টেডিয়ামের জন্য তহবিল সংগ্রহ হয়েছে, আফ্রিদিও পেয়েছেন ক্রিকেটের মক্কায় শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। নিজের গড়া ফাউন্ডেশন থেকে প্রায় ১৭ লাখ টাকা অনুদানও দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের সর্বশেষ বড় তারকা। ইয়ন মরগান ইনজুরিতে পড়ায় বিশ্বএকাদশের নেতৃত্ব পান আফ্রিদি। মাঠের মধ্যে দাঁড়িয়ে ধারাভাষ্য দিয়ে চমক সৃষ্টি করা নাসের হুসেইন আফ্রিদিকে জিজ্ঞেস করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরার ইচ্ছা আছে কী না? ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কাঁধে বাম হাত রেখে আফ্রিদির জবাব, ‘না, এটাই চূড়ান্ত। আমার চোটের অবস্থা তো দেখতেই পাচ্ছ।’ বিশ্ব একাদশের সতীর্থদের কাছ থেকে সম্মানসূচক ‘গার্ড অব অনার’ পেয়েছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশী তারকা ওপেনার তামিম ইকবালও। এই সম্মান পেয়ে আফ্রিদির প্রতিক্রিয়া, ‘এটা এমন কিছু যা আমি কখনও ভুলতে পারব না। হোম অব ক্রিকেটে (লর্ডস) এটা পাওয়া আমার জন্য বিশাল ব্যাপার।’ হ্যারিকেনে ক্ষতিগ্রস্তদের জন্য আফ্রিদি তার নিজের ফাউন্ডেশন থেকে ২০ হাজার ডলার দিয়েছেন। তাছাড়া দুই দলের সব ক্রিকেটারই তাদের ম্যাচ ফি দান করে দিয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি স্টেডিয়াম। সেগুলোর সংস্কার কাজের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই চ্যারিটি ম্যাচের আয়োজন করে। ম্যাচ শেষে আফ্রিদি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজকে ২০ হাজার ডলার অনুদান দেয়ার ঘোষণা দেন। বাংলাদেশী মুদ্রায় যা ১৬ লাখ ৮৭ হাজার ৯৩০ টাকা। ‘ক্রিকেট রিলিফ কজ-এ অবদান রাখার সুযোগ তৈরি করে দেয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। এটা আসলে আমার জন্য বিরাট সম্মানের ছিল এবং এই স্মৃতি আমি অনেকদিন মনে রাখব। আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে হারিকেন দুর্গত ক্যারিবিয়ানের জন্য ২০ হাজার ডলার অনুদান হিসেবে দিচ্ছি।’ টুইটারে জানিয়েছেন আফ্রিদি। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার কথা থাকলেও খেলেছেন শুধু তামিম। তবে ভাল করতে পারেননি। ৮ বলে ২ রান করে আন্দ্রে রাসেলের বলে এভিন লুইসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। স্কোর ॥ উইন্ডিজ ১৯৯/৪ (২০ ওভার; লুইস ৫৮, স্যামুয়েলস ৪৩, রামদিন ৪৪*, রাসেল ২১*; রশিদ খান ২/৪৮, আফ্রিদি ১/৩৪, মালিক ১/৩১)। বিশ্বএকাদশ ১২৭/১০ (১৬.৪ ওভার; তামিম ২, থিসারা পেরেরা ৬১, আফ্রিদি ১১; বদ্রি ২/৪, উইলিয়ামস ৩/৪২, রাসেল ২/২৫)।
×