ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্ন পূরণের জন্য রিয়াল ছেড়েছেন জিদান!

প্রকাশিত: ০৪:৪৬, ২ জুন ২০১৮

স্বপ্ন পূরণের জন্য রিয়াল ছেড়েছেন জিদান!

স্পোর্টস রিপোর্টার ॥ ভাল খেলোয়াড় ভাল কোচ হন না। এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু জিনেদিন জিদান এই অপ্তবাক্যটাকে মিথ্যা প্রমাণ করেছেন। খেলোয়াড় হিসেবে গ্রেট এই ফরাসী কোচ হিসেবেও সবাইকে ছাড়িয়ে গেছেন অল্প সময়ে। কিন্তু রিয়াল মাদ্রিদকে তিন বছরে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে আচমকা বিদায় বলে দিয়েছেন। জিদানের এই সিদ্ধান্তে বিস্মিত সবাই। তবে কারণটা কি এটা উদঘাটনেই এখন সবাই ব্যস্ত। রিয়ালের কোচ পদ থেকে পদত্যাগ করার একদিনের মধ্যেই কারণটা জানা গেছে। তিনি যে ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে চান। এ কারণেই নাকি ছেড়েছেন রিয়ালের চেয়ার। কোচ হিসেবে আবির্ভূত হওয়ার জন্য যখন কোর্স করছিলেন তখন থেকেই ফ্রান্সের দায়িত্ব নেয়ার স্বপ্ন ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকার। কিন্তু এত তাড়াতাড়ি রিয়াল ছেড়ে দিবেন সেটা কেউ ভাবেননি। ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমই বলছেন, দেশটির পরবর্তী কোচ হতে পারেন জিদান। অবশ্য রিয়াল ছাড়ার কারণ জিদান নিজেই বলেছেন। তিনি বলেন, আমি যদি আগামী মৌসুমেও এখানে কোচ থাকতাম, তাহলে আমাদের জন্য খুব কঠিন হতো কোন শিরোপা জেতা। এ মৌসুমে কোপাতেই দেখেছেন এটা। ঘরোয়া টুর্নামেন্টের কথা ভুলে যেতে পারেন না আপনি। আপনাকে জানতে হবে কখন থামতে হয়। দলের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। রিয়াল কোচের কথায় মনে হলো দলে খেলোয়াড় আনা কিংবা ছেড়ে দেয়া নেয়া কোন সমস্যা হতে পারে। জিদান যদিও সেটা অস্বীকার করেছেন। বলেন, আমরা দলের শক্তি বাড়ানো নিয়ে কথা বলেছি এবং নতুন খেলোয়াড় আনা নিয়েও। কিন্তু এ কারণে আমি যাচ্ছি না। কিন্তু কোচিং করতে চাইলে এটাও তো কাজের অংশ। পরিবর্তন দরকার। কিন্তু আমি এর মধ্যে জড়াব না। আমি এ দলের ভবিষ্যত নিয়ে কথা বলতে আসিনি। ফরাসী গ্রেট বলেন, আমি জন্মগতভাবে বিজয়ী এবং আমি জিততে ভালবাসি। আমি হারতে অপছন্দ করি। যখনই মনে হয়েছে আমি জিতব না তখনই মনে হয়েছে পরিবর্তন দরকার। এই খেলোয়াড় কিংবা ওই খেলোয়াড়কে বদলানোর সিদ্ধান্ত নিইনি। আমি নিজেই চলে যাব বলেছি। জিদান বিদায় নিলেও তার অর্জন কখনই শেষ হবে না বলে মনে করছেন রিয়ালের ফুটবলাররা। দলটির অধিনায়ক সার্জিও রামোস বলেন, একজন খেলোয়াড় ও কোচ হিসেবে আপনি শীর্ষে থেকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। অবিশ্বাস্য আড়াইটি বছরের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অর্জন কখনই মুছে যাবে না। এ সময়টা আমাদের প্রিয় রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধ্যায়। মিডফিল্ডার ইস্কো বলেন, আপনার সঙ্গে কাজ করা এবং আপনার কাছ থেকে শেখাটা সম্মানের। ঐতিহাসিক কিছু অর্জন করতে আপনি আমাদের সহযোগিতা করেছেন। আমি আপনার সর্বোচ্চ মঙ্গল কামনা করছি। জিদানের সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম বলেন, ফ্রান্সের ভবিষ্যত কোচ হবেন জিদান। তবে সেটা যখন হবে তখন। তবে এই মুহূর্তে সে বিশ্রাম উপভোগ করতে চায় এবং পরিবারের সঙ্গে সময় কাটাবে। তবে একদিন জাতীয় দলের কোচ হবে সে। আমি বলতে পারছি না কখন, কিন্তু আমার মতে এটিই যৌক্তিক। ফ্রান্সের অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ ও ২০০০ ইউরো আসরের শিরোপা জিতেন দেশম। তার দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিলেন জিদান। ২০২০ সাল পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি আছে দেশমের। তার মনে হচ্ছে জাতীয় দলের জন্যই জিদান রিয়ালের দায়িত্ব থেকে সরে গেছেন। দেশম বলেন, আমি এটি নিয়ে চিন্তা করছি না। আমি দল ও দলের খেলোয়াড়দের ওপর সম্পূর্ণভাবে মনোনিবেশ ও দৃষ্টি রেখেছি। এদিকে জিদানের বিদায়ের পর রিয়ালের পরবর্তী কোচ নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। এ তালিকায় আছেন এ্যান্টোনিও কন্টে, জোয়াকিম লো, আর্সেন ওয়েঙ্গারের মতো তারকারা।
×