ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাইকার ভুয়া কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৭, ১ জুন ২০১৮

জাইকার ভুয়া কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের কর্মকর্তা পরিচয়ে কাজ পাইয়ে দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। বৃহস্পতিবার রাত আটটায় গাজীপুর থেকে তাকে আটক করা হয়। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসান অপু (৩০) নামের ওই প্রতারক নিজেকে জাইকার বাংলাদেশের একজন অফিসার পরিচয় দিত। এই পরিচয়ে সে ইতোমধ্যেই ৯০ কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার নিয়েছে। কাজের অগ্রিম হিসেবে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অপুর কাছ থেকে জাইকার ভুয়া আইডি কার্ড, বিজনেস কার্ড উদ্ধার করা হয়েছে। অপুর বিরুদ্ধে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।
×