ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুহম্মদ মামুন মিয়া

বৈশাখ!

প্রকাশিত: ০৭:৪১, ১ জুন ২০১৮

বৈশাখ!

বৈশাখ তুমি এসো তোমর আগমনে দেখি শহর কী পল্লীবাসী থাকে সদা হাসিখুশি। এসো বৈশাখ এসো মুছে দাও দুঃখ গ্লানি দূর কর অবসাদ বাড়িয়ে দাও ভালোবাসার কোমল হাত। তুমি সংরক্ষণ কর ঐতিহ্য সংস্কৃতি তোমার নিয়ে রচিত হয় কত শত কবিতা আর গীতি; কৃষানির হাসিতে তুমি শিশুর আবদার আহলাদে তুমি প্রেয়সীর চাহনিতে ফুটপাথের দোকানিতে ফুটন্ত গোলাপেতে সবখানেতে তোমার বিচরণ তোমকেই করি স্মরণ। দেখি তোমার রমণীর খোঁপায় তোমার পাওয়া যায় তা-ব লীলায় হয়োনা তুমি ধ্বংসকারী বিপদে মোদের হও রক্ষাকারী পবিত্র কর গোটা বিশ্ব দূর কর পাপিষ্ঠ। এসো বৈখাশ এসো বৃষ্টি হয়ে এসো মাঠ-ঘাট তেপান্তর ডুবিয়ে অনাচার অবিচার ভাসিয়ে দিয়ে নতুনের বার্তা নিয়ে এসো!
×