ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

প্রকাশিত: ০৭:৪০, ১ জুন ২০১৮

  সরিষাবাড়ীতে  প্রতিপক্ষের  হামলায়  আওয়ামী লীগ কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩১ মে ॥ সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দলীয় কর্মী জাহিদুল ইসলাম (২৫) নিহত এবং ১৫ জন আহত হয়েছে। জাহিদুল ইসলাম ৭ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ইউপি মেম্বর হারুন মিয়াকে আটক করেছে। জানা গেছে, পিংনা ইউনিয়নে যমুনা থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদের মধ্যে বুধবার থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের ঝগড়া হলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের উদ্যোগে মুক্তিযোদ্ধারা ইফতার মাহফিলের আয়োজন করে। আওয়ামী লীগকর্মী জাহিদুলসহ কয়েক কর্মী ওই ইফতার মাহফিলে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত টেঁটা ও রামদা নিয়ে হামলা করে। এতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই আওয়ামী লীগের অপর গ্রুপের লোকজন ঘটনাস্থলে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে নুরুল ইসলাম (৬০), আব্দুল আউয়াল (৬০), ইনতাহার বেগম (৫০), রোজিনা বেগম (৩০), গোলাম মোস্তফা (৫০), ঝর্ণা বেগম (৫০), সুরুজ্জামান (৪৫), গেন্দা মিয়াসহ (৪৩) অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য সরিষাবাড়ী, টাঙ্গাইল ও ভুয়াপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান জানান, পারিবারিক ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। নুরুল ইসলামের লোকজন সন্ধ্যায় ইফতার মাহফিলে যোগদানকালে স্থানীয় বাবু, তোফাজ্জল মিলিটারি, সুরুজ্জামান সুরুজ, হারুন মেম্বারসহ ২০/২৫ ক্যাডার তাদের ওপর হামলা চালায়। এতে একজনের মৃত্যু হয়।
×