ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক নম্বরপ্লেট লাগিয়ে মাদক পাচার ॥ মিসর রাষ্ট্রদূতের সাবেক পিএ গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৩, ১ জুন ২০১৮

কূটনৈতিক নম্বরপ্লেট লাগিয়ে  মাদক পাচার ॥ মিসর রাষ্ট্রদূতের সাবেক পিএ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া কূটনৈতিক নম্বর প্লেট ব্যবহার করে মাদক পাচারে জড়িত ঢাকায় মিসরের রাষ্ট্রদূতের সাবেক ব্যক্তিগত সহকারী রেজাউল করিম মিলন গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে বিলাসবহুল পাজেরো গাড়িটি। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারিতে থাকার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। রিমান্ডে দেয়া তথ্য মতে, রেজাউলের বাসায় মিনি বারের সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে আমদানি নিষিদ্ধ বিদেশী মদ। গত ২৯ মে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের শাহজাদপুর থেকে রেজাউলকে গ্রেফতার করে ডিবির দক্ষিণ বিভাগ। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, বাড়ি ও গাড়ি থেকে ২১ বিদেশী মদের বোতল, ২৪ বিয়ার ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে। হলুদ নম্বর প্লেট লাগানো দ-৬৮-০১৫ নম্বর পাজেরো গাড়িটি জব্দ করা হয়েছে। প্রসঙ্গত কূটনীতিকদের গাড়িতে হলুদ নম্বর প্লেট লাগানো থাকে। আর প্রতিটি গাড়ির নম্বরের আগে দূতাবাসের প্রথম অক্ষর ‘দ’ লেখা থাকে। ডিবির এক উর্ধতন কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে তাকে চাকরিচ্যুত করে মিসর দূতাবাস। চাকরি না থাকলেও নিজেকে মিসরের দূতাবাসের রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী পরিচয় দিত সে। এ পরিচয় দিয়েই নিজের ব্যবহার করা পাজেরো গাড়িটিতে দূতাবাসের নম্বর ব্যবহার করত। সেই গাড়ি দিয়েই ইয়াবা স্থানান্তর করত। দূতাবাসের গাড়ি ভেবে এবং সুনির্দিষ্ট তথ্য না থাকায় আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক কারণেই গাড়ি চেক করত না। মিলন আনোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে মাদক কিনে তা বিভিন্ন জায়গায় পৌঁছে দিত রেজাউল। ডিবি দক্ষিণের সহকারী কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজাউল ভুয়া পরিচয় দিয়ে চলাফেরা করত। নিজের বাসায় মিনি বার বানিয়েছিল। তার কাছ থেকে বিদেশী পিস্তলসহ প্রচুর মদ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
×