ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৭:০৭, ১ জুন ২০১৮

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩১ মে ॥ কুলাউড়ায় বন্দুকযুদ্ধে ইসলাম ডাকাত নিহত হয়েছে। এ সময় এক এসআই, তিন কনস্টেবলসহ চার জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি এলজি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৫টি রাম দা। কুলাউড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, বৃহস্পতিবার ভোরে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কুমরা কাপন (পাবই) গ্রামে ডাকাত অবস্থানের খবর পেয়ে টহলের সময় একটি বাঁশঝাড় থেকে পুলিশের গাড়িতে টর্স লাইটের আলো ফেলে। একই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাঁশঝাড় লক্ষ্য করে পুলিশও গুলি ছোড়ে। এর পর অপরদিক থেকে গুলি বন্ধ হয়ে গেলে পুলিশ এগিয়ে গেলে কাউকে দেখতে না পেয়ে চলে আসে। সকালে গ্রামবাসী বাঁশঝাড়ের অদূরে ইসলাম ডাকাতের (৪৮) লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গুলিবিদ্ধ ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে গোলাগুলির সময় আহত চার পুলিশ সদস্যকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, এসআই ইয়াছিন মিয়া, কনস্টেবল কুদ্দুছ মিয়া, আলবাত এবং খায়রুল। নিহত ইসলাম ডাকাতের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
×