ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রী উত্ত্যক্তের দায়ে রাবি ছাত্রকে বহিষ্কার

প্রকাশিত: ০৬:৪৭, ১ জুন ২০১৮

ছাত্রী উত্ত্যক্তের দায়ে রাবি ছাত্রকে বহিষ্কার

রাবি সংবাদদাতা ॥ ভুয়া ফেসবুক আইডি থেকে সহপাঠী ও সিনিয়রসহ একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৮০তম সিন্ডিকেট সভায় ওই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃত শিক্ষার্থী একেএম নাজমুল হাসান চৌধুরী শিশির বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুয়া ফেসবুক আইডি থেকে আইন বিভাগের একাধিক ছাত্রীকে নানা কুরুচিপূর্ণ ও আপত্তিকর বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগ ওঠে শিশিরের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গত ২০ মার্চ শিশিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীরা মামলা না করায় পরদিন মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ভালুকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩১ মে ॥ ভালুকা উপজেলার ডাকাতিয়া চৌরাস্তা এলাকায় এক যুবক দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন । পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুবজ (৪০) নামে এক যুবককে আটক করেছে । জানা যায়, উপজেলার ডাকাতিয়া মধ্যপাড়া গ্রামের মৃত নব্বেস আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০) বুধবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে ইফতার করে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে রিং দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তার কোন হদিস পায়নি।
×