ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ১৬ বস্তা বিনামূল্যের বই আটক

প্রকাশিত: ০৬:৪৭, ১ জুন ২০১৮

বাগেরহাটে ১৬ বস্তা বিনামূল্যের বই আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিক্রয় নিষিদ্ধ মাধ্যমিক পর্যায়ের ১৬ বস্তা সরকারী বই আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বই ক্রয়ের অভিযোগে ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আমলাপাড়া ছোট কবরখানা মোড় এলাকার পুরাতন কাগজ ব্যবসায়ীকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন ও নাহিদা আক্তার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোট কবরখানা মোড়ে রফিকুল পেপার স্টোরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ চলতি বছরের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ১৬ বস্তা বই পাওয়া যায়। বই ক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনে রফিকুল পেপার স্টোরের মালিক মোঃ রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা আক্তারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বইয়ের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় শহরের আল ইসলাহ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী এম শোয়ায়েব টিপু ও দফতরি লোকমান হোসেনের কাছ থেকে ১৩ টাকা কেজি দরে ৬ শ’ ৫০ কেজি বই ৮ হাজার ৪’শ ৫০ টাকায় ক্রয় করি। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে চলতি বছরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
×