ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ১১ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৬, ১ জুন ২০১৮

সিদ্ধিরগঞ্জে ১১ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের দুটি স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলোÑ শামীম, রাজা মিয়া, শ্রীকান্ত ওরফে বাদল মল্লিক ওরফে বাদল দাশ, মাসুদ ও কালাম। র‌্যাব বুধবার রাত সোয়া ১০টায় ঢাকার যাত্রাবাড়ী মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, গত ১০ মার্চ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে (শিমরাইল মোড়) হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের নদভী জুয়েলার্স ও ক্রাউন জুয়েলার্সে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব ১১ এর একটি দল তদন্ত শুরু করে। র‌্যাবের ওই দল ২৬ এপ্রিল ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে কাউসার ওরফে মাস্টার নামের জুয়েলারি ডাকাত চক্রের ১ সদস্যকে ডাকাতিকৃত স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাউসার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর প্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
×