ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চফলনশীল ব্রি-৮৭ উদ্ভাবন

প্রকাশিত: ০৬:৪৬, ১ জুন ২০১৮

উচ্চফলনশীল ব্রি-৮৭ উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামেএকটি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এ ধানের হেক্টরপ্রতি গড় ফলন সাড়ে ছয় টন। এটি আমন মৌসুমের আগাম জাত। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, নতুন এ জাতটি ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত বি ধান৪৯ এর চেয়ে সাতদিন আগাম এবং ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টরপ্রতি এক টন বেশি। এজন্য আমন মৌসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। বুধবার জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এ নতুন জাত দেশজুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ জাতের পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কা- শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়ে না। রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে হামলা ভাংচুর স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ ঘটনা ঘটায় ২০-২৫ জনের একটি দল। এ নিয়ে কলেজের চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন প্রশাসন। রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, গত বুধবার দুপুরে ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী এক ছাত্রসহ আরও কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামিল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করব। তাই ২০ হাজার টাকা দিতে হবে আপনাকে। তাদের এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তিনি আরও বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ্ জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না।
×