ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানীরবন্দর হাট উচ্ছেদের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৪৬, ১ জুন ২০১৮

রানীরবন্দর হাট উচ্ছেদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঐতিহ্যবাহী রানীরবন্দর পুরাতন হাট উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রানীরবন্দরের দিনাজপুর-রংপুর মহাসড়কে রানীরবন্দর পুরাতন হাট রক্ষা কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নজরুল পাঠাগার ও ক্লাবের সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সদস্য আবু হান্নান সাদেক ছোটন, মোশাররফ হোসেন নান্নু, সেকেন্দার আলী শাহ্, মোঃ রইছুল আজম, মোঃ আঃ ওয়াহাব বিএসসি প্রমুখ। বক্তারা বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল হতে এখানে হাট বসে অথচ হঠাৎ করেই কিছুদিন যাবত ঐতিহ্যবাহী এ হাটকে উচ্ছেদেও চক্রান্ত শুরু হয়েছে। জনগণের চাহিদা মেটাতেই তহশীল অফিস নির্মিত হয়েছে কিন্তু রানীরবন্দর পুরাতন হাটটিও ব্রিটিশ আমলে গড়ে তোলা হয়েছিল মানুষের প্রয়োজন মেটানোর তাগিদে। চিরিরবন্দর উপজেলার হাট-বাজারের মধ্যে রানীরবন্দর পুরাতন হাটটি দু শতাব্দী পুরাতন একটি ঐতিহ্যবাহী হাট এবং এর সঙ্গে জড়িত রয়েছে মানুষের হাজারও স্মৃতি। নাটোরে ট্রেনে কেটে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ মে ॥ বাগাতিপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মালঞ্চি রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে মালঞ্চি স্টেশনের দেড় শ’ গজ উত্তরদিকে রেললাইনের পাশে মরদেহটি পড়েছিল। এলাকাবাসী মরদেহটি দেখে রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
×