ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মজুরি দাবিতে রাতভর ৩৭ শ্রমিকের থানায় অবস্থান

প্রকাশিত: ০৬:৪৪, ১ জুন ২০১৮

মজুরি দাবিতে রাতভর ৩৭ শ্রমিকের থানায় অবস্থান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ মে ॥ জেলার বালিয়াডাঙ্গিতে এক হাজী সাহেবের জমিতে প্রখর রোদে সারাদিন কাজ শেষে মজুরি না পাওয়ায় ৩৭ কৃষিশ্রমিক তাদের প্রাপ্য মজুরি পরিশোধের ব্যবস্থার দাবিতে থানায় বসে রাত কাটিয়েছে। এ ঘটনা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের আলহাজ খলিলুর রহমান ওরফে টপ হাজী ওরফে ডবল হাজীর ক্ষেতে বুধবার দিনব্যাপী ধান কাটার কাজ করে কৃষিশ্রমিক। তারা বিঘা প্রতি ২৩শ’ টাকা হিসেবে চুক্তিভিত্তিতে কাজ শুরু করে। সারাদিনে ১২বিঘা জমিতে ধান কাটার পর সন্ধ্যায় মজুরির ২৭ হাজার ৬শ’ টাকা চাইলে হাজী সাহেব সেই মজুরি পরিশোধে গড়িমসি করেন। টাকার জন্য শ্রমিকেরা রাত ১২ টা পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান করেও টাকা না পেয়ে দিশাহারা হয়ে পরে তারা বালিয়াডাঙ্গি থানায় গিয়ে বিচার প্রার্থী হয় এবং টাকা পরিশোধের ব্যবস্থার জন্য বৃহস্পতিবার ভোর পর্যন্ত থানায় অবস্থান করে। থানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শ্রমিকের পক্ষে মনসুর আলীর কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে তারা বৃহস্পতিবার ভোরে নিজ নিজ বাড়ি ফিরে যায়। অভিযোগকারী মনসুর আলী জানান, আমাদের হাতে বাজারের ব্যাগ। আমরা দিন আনি দিন খাই। সারাদিন কাজ করে মজুরির টাকা না পাওয়ায় চাল কিনতে পারিনি। বউ বাচ্চাকে নিয়ে না খেয়ে থাকতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ডবল হাজী ওরফে টপ হাজীর একজন প্রতিবেশী জানান, ওই গ্রাম কিংবা এলাকার কোন শ্রমিক হাজী সাহেবের বাড়িতে কাজ করতে চায় না। বাইরের লোক কাজে আসলেই নানা অজুহাতে তাদের ঠকায়। ওর স্বভাব শ্রমিক ঠকানো। এ বিষয়ে খলিল হাজীর ছেলে নজরুল ইসলাম জানান, আমরা টাকা খাওয়ার মতো লোক নই। তবে টাকা দিতে কিছুদিন সময় লাগতে পারে। থানার অভিযোগ করার বিষয়ে সে জানায়, থানায় জানিয়ে কোন লাভ হবে না।
×