ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ব্যবসায়ীসহ নিহত ১৪

প্রকাশিত: ০৬:৪৪, ১ জুন ২০১৮

ব্যবসায়ীসহ নিহত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে তিন শ্রমিক, ঝিনাইদহে ব্যবসায়ীসহ চার, নান্দাইলে চার, দৌলতপুর, রূপগঞ্জ ও দিনাজপুরে একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গোপালগঞ্জ ॥ কাশিয়ানীতে ধান-বোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সাঁতাশিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। নিহতরা হলেন, বিকাশ ম-ল (৪০), মাধবেন্দু সরদার (৫০) এবং রবীন্দ্র সরদার (৫০)। এদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগরে। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ১৫-২০ দিন আগে ধান কাটতে একদল শ্রমিক মাহামুদপুর ইউনিয়নে আসেন। ধান কাটা শেষ করে বেশ কয়েক শ্রমিক ট্রাকে ধান বোঝাই করে কাশিয়ানী থেকে নিজ এলাকা সাতক্ষীরায় ফিরছিলেন। পথে সাঁতাশিয়া এলাকায় গ্রামের সরু রাস্তার কারণে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত এবং আরও ৫ জন আহত হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে আরও ৬ জন। এদের মধ্যে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক নারীর অবস্থা আশঙ্কজনক। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে ট্রাক ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে মারা গেছে অটোরিক্সার যাত্রী সানার উদ্দিন (৪০)। তার বাড়ি কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামে। একই সময়ে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরের সামনে বিকেল ৫টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান (৩৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি সদরের গোপিনাথপুরে। শহরের ধোপাঘাটা নামক স্থানে ভোরে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আব্দুল আজিজ (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে পাওয়াটিলার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দীলিপ কুমার জানান, ঝিনাইদহ শহরের আরাপপুরের সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে ১ নারীসহ ৬ জন আহত হয়েছে। রাশেদার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। নান্দাইল ॥ নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নান্দাইল-কেন্দ্রয়া সড়কে চ-ীপাশা ইউনিয়নে ফুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিক্সা ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি থেকে নান্দাইল চৌরাস্তা আসার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চ-ীপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সবুজ মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে দুজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। অন্য নিহতরা হলো ফুলবাড়িয়া গ্রামের আলীর পুত্র আঞ্জু মিয়া (২২), হেলিম মিয়ার কন্যা নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রোজিনা আক্তার (১৪), বাঁশহাটি গ্রামের আব্দুল কাদির মিয়ার স্ত্রী দিনরুবা আক্তার (৪০)। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও ৪ জন। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। হাকিমপুর থানার এসআই ফেরদৌস হোসেন জানান, বুধবার সন্ধ্যায় হিলি-জয়পুরহাট সড়কের রাজধানী মোড়ে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ভ্যানগাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এতে ভ্যানযাত্রী সাইফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পেশায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা। দৌলতপুর ॥ সড়ক দুর্ঘটনায় মেরিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের বাজুডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার শশীধরপুর গ্রামের মেহেরুল ম-লের স্ত্রী মেরিনা খাতুন হেঁটে রাস্তা দিয়ে চলাচল করা অবস্থায় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী কভার্ডভ্যান চাপায় জহিরুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার বান্টি এলাকার আব্দুল হকের ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, ভুলতা থেকে বান্টি যাওয়ার পথে ঢাকাগামী একটি কভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম নিহত হন।
×