ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী উদ্যোক্তা মেলা

প্রকাশিত: ০৬:৪৪, ১ জুন ২০১৮

নারী উদ্যোক্তা মেলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘আমি এক এবং অনেক’ সময় এখন নারীর। উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা। এই সেøাগানে জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। ইটাখোলা ইউনিয়ন পরিষদ ও বেসরকারী সংস্থা পল্লীশ্রী যৌথভাবে এর আয়োজন করে। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনব্যাপী এই মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইটাখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু। নারীদের হাতের তৈরি ভোগ্যপণ্য, তৈরি পোশাক ও কাঁচা তরিতরকারির ১৫টি স্টল এই মেলায় স্থান পায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীশ্রীর এলএইচডিপি (লেট হার ডিসাইড এ্যান্ড পার্টিসিপেন্ট) প্রকল্পের বিভাগীয় সম্বয়নকারী শাহনাজ পারভীন। বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ মে ॥ পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে নয়টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড কলাপাড়া শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্রদের নয়টি টিউবওয়েল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মুসলিম এইড কলাপাড়া শাখার ব্যবস্থাপক সিদ্দীকুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান। অন্যদের মধ্যে সূধীজন রেজাউল করিম, সাবেক শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মাও. মনির উদ্দিন প্রমুখ।
×