ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁড়াশি অভিযানেও থেমে নেই এনায়েতপুরের মাদকের থাবা

প্রকাশিত: ০৬:৪২, ১ জুন ২০১৮

সাঁড়াশি অভিযানেও থেমে নেই এনায়েতপুরের মাদকের থাবা

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩১ মে ॥ মাদক দমনে সাঁড়াশি অভিযানেও এনায়েতপুর থানাজুড়ে থেমে নেই মাদক বিক্রি। ঘাপটি মেরে কৌশলে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজার কারবার চালিয়ে যাচ্ছে ৫০ জনের মতো মাদক বিক্রেতা। এদের কাছ থেকে বেলকুচি, শাহজাদপুর এবং এনায়েতপুর অঞ্চলের অন্তত ৫ সহস্রাধিক নেশায় আসক্তরা কিনে খাচ্ছে মাদক। নেশার টাকার জন্য বাড়ছে চুরিসহ নানা সন্ত্রাসী ঘটনা। দৌরাত্ম্য ও এসব নেশাখোরদের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী চেয়েছেন প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা। জনসাধারণের অসচেতনায় মাদকের বিস্তার বেড়েই চলছে এনায়েতপুর থানাজুড়ে। নেশা বিক্রয়ের ঘাঁটি খ্যাত মাদকপুরী আজগড়া, বেতিল, খামারগ্রাম, গোপরেখী হয়ে এনায়েতপুর কেজির মোড়, এনায়েতপুর হাট, খোকশাবাড়ি, গোপিনাথপুর, রুপসী, সৈয়দপুর, ওদিকে গোপালপুর, রুপনাই, খুকনীজুড়ে বেড়েছে এর ব্যাপকতা। বর্তমানে সাঁড়াশি অভিযান চললেও থেমে নেই ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজার বিস্তার। কেজির মোড়, হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমাণভাবে কয়েকজন মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমানে প্রতিকূল অবস্থার মধ্যেও এরা ব্যবসার ধরন পাল্টে মাদক বিক্রি করছে। পানছড়িতে অস্ত্রসহ গ্রেফতার এক সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৩১ মে ॥ পানছড়ি উপজেলায় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ত্রিশ হাজার টাকাসহ একজনকে আটক করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনীর একটি দল। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে পূজগাং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অংগ্যজাই মারমা (৪০) উপজেলার কুড়াদিয়াছড়া এলাকার উগ্যজাই কার্বারি পাড়ার মে¤্রাচাই কার্বারীর ছেলে।
×