ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাসিক নির্বাচন

বদলে গেছে নগরচিত্র ॥ সর্বত্র ব্যানার ফেস্টুন

প্রকাশিত: ০৬:৪২, ১ জুন ২০১৮

বদলে গেছে নগরচিত্র ॥ সর্বত্র ব্যানার ফেস্টুন

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে আগে থেকেই মাঠে সরব ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন আর লিফলেট বিলি শুরু হয় কয়েক মাস আগে থেকেই। তবে গত মঙ্গলবার নির্বাচন কমিশন ভোটের দিন-ক্ষণ নির্ধারণ করার পর থেকেই আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে আরও সোচ্চার হয়ে মাঠে নেমে পড়েছেন। বিএনপি কিংবা অন্য কোন দল এখনই নির্বাচনের মাঠে না নামলেও রাতারাতি বদলে গেছে রাজশাহীর চিত্র। সর্বত্র ভোটের আমেজ বিরাজ করছে। ভোটের দিনক্ষণ নির্ধারণের পরদিন রাতেই পাল্টে গেছে রাজশাহী নগরীর দৃশ্যপট। এক রাতেই আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ঈদ শুভেচ্ছা আর ভোটের প্রার্থনা জানিয়ে পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী নগরী। নগরীতে এখন চোখ মেললেই লিটনের পোস্টার, ব্যানার, ফেস্টুন আর লিফলেট। নগরীর প্রতিটি ওয়ার্ডের ওয়ালে, আইল্যান্ডে, মার্কেট-বিপণি বিতানের ওয়ালে এমনকি রিক্সা, অটোরিক্সা ও যানবাহনের স্টিকার সাঁটানো হয়েছে লিটনের। নৌকার পক্ষে ভোট চেয়ে রাজশাহী নগরীকে উন্নয়নে আবারও বদলে দেয়ার আহ্বান জানানো হয়েছে এসব ব্যানার ফেস্টুন, লিফলেট ও স্টিকারে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে সবখানে লিফলেট, ব্যানার ও ফেস্টুন চোখে পড়ে। নগরীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যানার ফেস্টুন এখনও দৃশ্যমান না হলেও সবখানে ঠাসা লিটনের ব্যানার ফেস্টুনে। শুধু ব্যানার ফেস্টুন নয়, লিফলেট হাতে মাঠেও নেমে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশালে মেলেনি প্রত্যাশিত প্রাপ্তি খোকন আহম্মেদ হীরা বরিশাল থেকে জানান, চতুর্থ পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডের সাধারণ ভোটার থেকে শুরু করে সচেতন নগরবাসী ইতোমধ্যে নানা হিসেব-নিকেশ কষতে শুরু করেছেন। সর্বশেষ তৃতীয় পরিষদের নির্বাচিত মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা কতটুকু ছিল আর কতখানিই বা পূরণ হয়েছে তা নিয়ে জনকণ্ঠের বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে নগরবাসীর দুর্ভোগের নানা চিত্র। সনাকের সভাপতি গাজী জাহিদের মতে, প্রাচ্যের ভেনিস বরিশাল নগরী আজ ময়লার ভাগাড়ের পাশাপাশি জলাবদ্ধতায় পরিণত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে রাখায় পথচারীর চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হলেও বিষয়টি দেখার কেউ নেই। এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের মেয়রের কোন ভূমিকা নেই। অথচ নির্বাচনের পূর্বে আজকের মেয়রের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা ছিল। সে অনুযায়ী কোন প্রাপ্তি মেলেনি। তিনি আরও বলেন, বর্তমান থেকে শিক্ষা নিয়ে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকেই নগরবাসী বেছে নেবেন। বরিশাল সরকারী বিএম কলেজের সিনিয়র অধ্যাপক নারী নেত্রী শাহ্ সাজেদার মতে, সিটি কর্পোরেশন নগরবাসীর চাহিদার বিশাল একটি স্থান। সেই স্থানের সুযোগ-সুবিধা পেতে নিয়মিত কর পরিশোধ করা সত্ত্বেও নগরবাসী তাদের চাহিদা অনুযায়ী সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
×