ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেডিংলি টেস্টে স্টোকসকে নিয়ে সংশয়

প্রকাশিত: ০৬:৩৯, ১ জুন ২০১৮

হেডিংলি টেস্টে স্টোকসকে নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২২ বছরে নিজেদের মাটিতে পাকিস্তানের কাছে সিরিজ হারেনি ইংল্যান্ড। কিন্তু এবার সেই শঙ্কার মধ্যে পড়েছে তারা। লর্ডসে এবার সিরিজের প্রথম টেস্টেই ৯ উইকেটে বিধ্বস্ত হয় জো রুটের দল। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আজ থেকে হেডিংলিতে শুরু হওয়া টেস্টে বেশ চাপের মুখেই থাকবে ইংলিশরা। সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই। কিন্তু সেই লড়াইয়ে অলরাউন্ডার বেন স্টোকসকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বুধবার অনুশীলনের পর হ্যামস্ট্রিং ইনজুরি শনাক্ত হয়েছে তার। টিম ম্যানেজমেন্ট থেকে যদিও বলা হয়েছে স্টোকসের অবস্থার উন্নতি হয়েছে কিন্তু বিকল্প হিসেবে ইতোমধ্যেই দলে টানা হয়েছে স্যাম কুরানকে। স্টোকসের বাঁ পায়ে সমস্যা সৃষ্টির পর সন্ধ্যায় দলে ডাকা হয় সারের কুরানকে। এ ১৯ বছর বয়সী তরুণ পেসার এখন পর্যন্ত কোন টেস্ট খেলেননি। তবে তার ভাই টম কুরান সর্বশেষ এ্যাশেজের দুই টেস্টে খেলেছেন। এছাড়া তিনি ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি২০ ফরমেটেও খেলেছেন। কিন্তু স্যাম কুরান এখন পর্যন্ত অভিষেকের অপেক্ষায় আছেন। স্টোকস শেষ পর্যন্ত খেলতে না পারলে হয়তো সুযোগ মিলে যাবে স্যামের। বুধবার হেডিংলিতে দলের সঙ্গে ফিল্ডিং প্র্যাকটিস করার সময় হ্যামস্ট্রিংয়ের ব্যথায় পড়েন স্টোকস। ইতোমধ্যেই স্টোকসের স্ক্যান করানো হয়েছে এবং শুক্রবার ম্যাচের দিন সকালে জানা যাবে পরিস্থিতি। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফিজিও তাকে শুধু সামান্য সময়ের জন্য হাল্কা রানিং করিয়েছেন। এছাড়া অনুশীলনে তেমন ভালভাবে দেখা যায়নি তাকে। তার বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলেছে, ‘পরিপূর্ণ স্বস্তি নিয়েই সে কিছুটা দৌড়েছে আজ। সকালের দিকে তাকে অনেকটাই ভাল দেখেছি। তবে আগামীকাল (শুক্রবার) আমরা তার ফিটনেস টেস্ট নিয়ে তবেই সিদ্ধান্ত গ্রহণ করব।’ কিট আন্তর্জাতিক দাবায় জিয়া তৃতীয় স্থানে স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের ওড়িশার ভূবনেশ্বরে অনুষ্ঠানরত কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের গ্র্যান্ডমাস্টার্স ইভেন্টের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে অন্য ১০ দাবাড়ুর সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ফিদেমাস্টার তৈয়বুর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট, অভিক সরকার সাড়ে চার পয়েন্ট, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, মিজানুর রহমান ও সাজ্জাদ কিশোর ৪ পয়েন্ট করে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, জামালউদ্দিন, আবজিদ রহমান, যদুনাথ বিশ্বাস, তাহসিন তাজওয়ার জিয়া, সাদনান হাসান দিহান ও টিপু সুলতান সাড়ে তিন পয়েন্ট করে, শাহনাজ মোহাম্মদ ফারুক ও সোহেল রানা প্রিতম ৩ পয়েন্ট করে, আনিসুজ্জামান জুয়েল, কাজী মাহবুব আফজাল, আহমেদ ওয়ালিজা, শহীদুল ইসলাম ও আকমল হোসেন খান আড়াই পয়েন্ট করে, হানিফ বিন ইসলাম রনি, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, মোহাম্মদ হাসান, ওয়াদিফা আহমেদ ২ পয়েন্ট করে, কাজী জারিন তাসনিম ও ফিরোজ কবীর দেড় পয়েন্ট করে এবং মাসুম রাহী ও শরীফুজ্জামান এক পয়েন্ট করে পেয়েছেন।
×