ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে নাইজিরিয়া পরিচ্ছন্ন ফুটবল খেলবে

প্রকাশিত: ০৬:৩৮, ১ জুন ২০১৮

বিশ্বকাপে নাইজিরিয়া পরিচ্ছন্ন ফুটবল খেলবে

স্পোর্টস রিপোর্টার ॥ আফ্রিকান সুপার ঈগল নাইজিরিয়া টানা তৃতীয় বিশ্বকাপ খেলবে এবার। রাশিয়াগামী দলটিকে অনুপ্রাণিত করতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ফুটবলারদের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি তাদের মনে করিয়ে দিয়েছেন দেশের ১৮০ মিলিয়ন মানুষের আবেগ ঘিরে থাকবে পুরো দলকে। সেই সঙ্গে বুহারি দাবি করেছেন রাশিয়া বিশ্বকাপে নাইজিরিয়া অবশ্যই পরিচ্ছন্ন ফুটবল খেলবে। বুধবার আবুজায় দলের উদ্দেশে ভাষণ দেন বুহারি। এ সময় ক্রীড়ামন্ত্রী সলোমন দালুং ও নাইজিরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রেসিডেন্ট আমাজু পিনিক উপস্থিত ছিলেন। এবার নিয়ে আফ্রিকার এ দেশটি টানা তৃতীয়বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবল মঞ্চে খেলবে। তাদের এবার কঠিন লড়াই গ্রুপপর্বেই। তাদের গ্রুপে আছে অন্যতম ফেবারিট আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ড। ১৯৯৪, ১৯৯৮ ও ২০১৪ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছিল নাইজিরিয়া। এরচেয়ে বড় সাফল্য পায়নি দেশটি। দলের উদ্দেশে প্রেসিডেন্ট বুহারি বলেন, ‘আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে শুধু একটা টুর্নামেন্ট খেলার জন্য আপনারা যাচ্ছেন না। আপনারা দেশের ১৮০ মিলিয়ন মানুষের আবেগ, ভালবাসা, আকাক্সক্ষা ও অনুভূতি বহন করে যাচ্ছেন। আপনারা বিশ্বকাপের সবচেয়ে তরুণ একটি দল হিসেবে অবশ্যই সবচেয়ে অনভিজ্ঞ এই আসরে। এ কারণে প্রতিপক্ষের কাছে হারাবার কিছুই নেই। কিন্তু আপনারা অবশ্যই এটিকেই নিজেদের সুবিধা হিসেবে বিবেচনা করবেন। আপনাদের পক্ষে খুব ভাল সমর্থন আছে এবং সমস্ত নাইজিরিয়ানের আশীর্বাদ আছে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত। সুন্দর ও পরিচ্ছন্ন খেলা উপহার দিন।’
×