ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকি লিগের সুপার ফাইভ শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ১ জুন ২০১৮

হকি লিগের সুপার ফাইভ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমপর্বের যবনিকাপাতের দুদিন বিরতির পর এবার আরম্ভ হতে যাচ্ছে দ্বিতীয়পর্ব। কোন সন্দেহ নেই প্রথমপর্বের চেয়েও অনেক বেশি জমজমাট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাকর হতে যাচ্ছে দ্বিতীয়পর্ব এবং সেটা আজ থেকেই। পাঠক নিশ্চয়ই বুঝে ফেলেছেন কিসের কথা বলছি। হ্যাঁ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগের ‘সুপার ফাইভ’ পর্ব শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। ঢাকার গুলিস্তানে অবস্থিত মওলানা ভাসানী স্টেডিয়ামের নীল টার্ফে সুপার ফাইভের উদ্বোধনী দিনেই খেলতে নামবে দুই ‘জায়ান্ট’ এবং প্রতিষ্ঠিত-ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ঢাকা আবাহনী লিমিটেড। তবে পরস্পর মোকাবেলা করবে না তারা। খেলবে ভিন্ন ম্যাচে। দুপুর ২টায় চারবারের চ্যাম্পিয়ন মোহামেডান মোকাবেলা করবে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের। এছাড়া একই ভেন্যুতে একই দিনে অপর ম্যাচে সর্বাধিক পাঁচবারের শিরোপাধারী আবাহনী মুখোমুখি হবে সোনালী ব্যাংক স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন সেন্টারের। চলতি লীগে ১২ দল প্রথমপর্বে সরাসরি লীগ পদ্ধতিতে খেলে। প্রথমপর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পাঁচ দল খেলছে সুপার ফাইভ পর্বে। দলগুলো হলো : মোহামেডান (৩৩ পয়েন্ট), মেরিনার (৩০), আবাহনী (২৭), সোনালী ব্যাংক (২৪) এবং এ্যাজাক্স (১৯)। বাইলজ মোতাবেক প্রথমপর্বে অর্জিত পয়েন্ট যোগ করে সুপার ফাইভ লীগের স্থান নির্ধারণ করা হবে। তবে প্রথমপর্বের গোলসংখ্যা সুপার ফাইভে যোগ হবে না। শুধু সুপার ফাইভে পক্ষে এবং বিপক্ষে গোল পার্থক্য স্থান নির্ধারণের জন্য ধরা হবে (চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল ব্যতীত)। প্রথমপর্ব ও সুপার ফাইভ খেলা শেষে দুই লীগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে লীগ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে। তবে কেবল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের ক্ষেত্রে পয়েন্ট সমান হলে গোল পার্থক্য ধরা হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের সংখ্যা অধিক হলে প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অব ম্যাচ ড্র হলে শূট আউটের মাধ্যমে খেলার ফল নিষ্পত্তি করা হবে। সুপার ফাইভে মোহামেডান যদি পা না ফসকায় তাহলে তারাই জিততে যাচ্ছে শিরোপা। কেননা প্রথমপর্বের পয়েন্ট যোগ হবে দ্বিতীয়পর্বে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধাজনক স্থানে থাকবে তারা। শুধু তাই নয়, লীগের প্রথমপর্বে মোহামেডানই একমাত্র দল যারা সবকটি ম্যাচ জিতেছে এবং অপরাজিত থাকতে পেরেছে। পয়েন্ট টেবিলে তারাই আছে এক নম্বরে। ৩০ পয়েন্ট পাওয়া মেরিনারের কৃতিত্ব সবচেয়ে কম গোল হজম করা (৬টি)। ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আবাহনীর কৃতিত্ব হচ্ছে সবচেয়ে বেশি গোল (৭৮) করা। লীগের প্রথমপর্বে ৬ পয়েন্ট খোয়ানোয় আবাহনীর লীগে শিরোপা জেতার সম্ভাবনা প্রায় শেষ। সেক্ষেত্রে বলা যায় লড়াইটা সীমাবদ্ধ থাকবে মোহামেডান-মেরিনারের মধ্যেই। তবে হকি বিশ্লেষকরা মনে করছেন প্রথমপর্বের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে লীগ শিরোপা জিতে হারানো ঐতিহ্যে ফিরতে পারবে সাদা-কালোরা। আজ এ্যাজাক্সের সামনে আছে প্রতিশোধ নেয়ার সুযোগ। কেননা গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত লীগের প্রথমপর্বের সাক্ষাতে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। যদিও কাগজে-কলমে মোহামেডানের চেয়ে অনেক দুর্বল দল তারা। তবে সঠিক সময়ে ঝলসে উঠতে পারলে অঘটন ঘটাতেও পারে তারা। একই কথা প্রযোজ্য সোনালী ব্যাংকের বেলাতেও। লীগের প্রথমপর্বের মোকাবেলায় তারা ৯-১ গোলে হেরেছির ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর কাছে। এখন দেখার বিষয়, আজকের এই দুই খেলায় কি ঘটে। দুই জায়ান্ট আবাহনী-মোহামেডান স্বাভাবিক জয় কুড়িয়ে নেবে নাকি পয়েন্ট হারিয়ে পা কাটবে পচা শামুকে।
×