ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাইবার সিকিউরিটি সূচকে বাংলাদেশ ৭৩তম

প্রকাশিত: ০৬:৩৫, ১ জুন ২০১৮

সাইবার সিকিউরিটি সূচকে বাংলাদেশ ৭৩তম

বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি সূচকের ১০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে (এনসিএসআই) সূচক প্রকাশ করে। বিশ্বে সাইবার অপরাধ এবং বড় ধরনের সাইবার সঙ্কট মোকবেলা, মৌলিক সাইবার হুমকি এবং সাইবার দুর্ঘটনা প্রতিরোধ করার করার প্রস্তুতি পরিমাপ করে এ অবস্থান নির্ণয় করা হয়েছে। এনসিএসআইয়ের ওয়েবসাইট ১০০টি দেশের সূচক প্রকাশ করেছে। সূচকে ৮৩.১২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। একই স্কোর নিয়ে দ্বিতীয় জার্মানি এবং ৮১.৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া। এছাড়া বাংলাদেশ ২৫.৯৭ স্কোর নিয়ে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটানের মতো দক্ষিণ এশীয় দেশের তুলনায় এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কা ২৩.৩৮ পয়েন্ট নিয়ে ৭৭তম এবং ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৯.৪৮, ১২.৯৯ এবং ১২.৯৯ পয়েন্ট নিয়ে সূচকের ৮৩, ৯২তম স্থানে রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×