ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অতিরঞ্জিত মুনাফায় দর বাড়ছে লিগ্যাসি ফুটওয়্যারের

প্রকাশিত: ০৬:৩০, ১ জুন ২০১৮

অতিরঞ্জিত মুনাফায় দর বাড়ছে লিগ্যাসি ফুটওয়্যারের

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসে অতিরঞ্জিত বা প্রকৃত মুনাফার চেয়ে বেশি দেখিয়েছেন। তবে কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। গত ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৩ শতাংশ। তবে এই অস্বাভাবিক উত্থানের কোন কারণ নেই বলে জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে ১২ লাখ ১০ হাজার টাকা মুনাফা হয়। যা ২য় প্রান্তিকে লোকসান হয় ৩৮ লাখ ৬০ হাজার টাকা। তবে ৩য় প্রান্তিকে মুনাফা হয় ৬৩ লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে ৩টি প্রান্তিকের নিট মুনাফা হয় ৩৬ লাখ ৬০ হাজার টাকা। তবে কোম্পানি কর্তৃপক্ষ এই মুনাফাকে অতিরঞ্জিত করে ৪৩ লাখ ৩০ হাজার টাকা দেখিয়েছেন। এক্ষেত্রে মুনাফা বেশি দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকার বা ১৮ শতাংশ। এদিকে কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১২ টাকা। যা ২য় প্রান্তিক লোকসান ০.৩৪ টাকা ও ৩য় প্রান্তিকে মুনাফা হয় ০.৫৬ টাকা। এ হিসাবে ৩টি প্রান্তিকের নিট ইপিএস হয় ০.৩৪ টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ইপিএস হিসাবে ০.৩৮ টাকা দেখিয়েছেন। এক্ষেত্রে ইপিএস বেশি দেখানো হয়েছে ০.০৪ টাকা বা ১২ শতাংশ। গত ৩০ এপ্রিল বা ১ মাস আগে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৫৯.৬০ টাকা। যা ১ মাসের ব্যবধানে ২৯ মে লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৫.৩০ টাকায়। এ হিসাবে শেয়ার দর বেড়েছে ২৫.৭০ টাকা বা ৪৩ শতাংশ। গত ১ মাসের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছেন লিগ্যাসি ফুটওয়্যার কর্তৃপক্ষ। একইসঙ্গে বিনিয়োগকারীদেরকে গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেছেন। কারণ হিসেবে এই শেয়ার দর বৃদ্ধিকে পুরোপুরি অস্বাভাবিক বলে মনে করছেন তারা। আর এই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য ডিএসইর ওয়েবসাইটেও তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ১১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। আর এই স্বল্প মূলধনের কারণে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি সহজ হয়েছে। তবে সেই দর বৃদ্ধিতে কোম্পানিটির শেয়ার এখন মাত্রাতিরিক্ত ঝুঁকিতে রয়েছে। ২৯ মে লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত দাঁড়িয়েছে ১৬৮-এ। অর্থাৎ কোম্পানিটির মুনাফার তুলনায় শেয়ারটি যে দরে অবস্থান করছে, তা ফেরত পেতে বিনিয়োগকারীদেরকে ১৬৮ বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ শেয়ার দরের তুলনায় রিটার্নের বা ফেরত হার ০.৬০ শতাংশ।
×