ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুর ও যশোরে ২ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৬:২০, ১ জুন ২০১৮

মাদারীপুর ও যশোরে ২ মাদক বিক্রেতা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদকবিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় একটি ওয়ান শূটারগান, এক রাউন্ড গুলি, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে পুলিশ ও নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, যশোরের বাঘারপাড়া ভাটার আমতলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে এক যুবক নিহত হন। নিহতের নাম রাজু আহমেদ। বাড়ি চৌগাছা উপজেলার দিঘলসিংহ গ্রামে। সে ওই গ্রামের সহিদুল ইলামের পুত্র। বাঘারপাড়া খাজুরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাসুদ জানান, যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর ভাটার আমতলায় একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে তারা খবর পান। এই খবর অনুযায়ী মধ্যরাতে সেখানে হাজির হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ ছাড়াও একটি ওয়ান শূটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।’ পুলিশের বর্ণনা অনুযায়ী, কথিত এই গোলাগুলির ঘটনা বুধবার রাত তিনটা দশ মিনিটের দিকের। হাসপাতালে ওই যুবকের মরদেহ আনা হয় ভোর পৌনে চারটার দিকে। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাদারীপুর ॥ শিবচরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বাচ্চু খলিফা (৪৫) নিহত হয়েছে। বুধবার রাত ৪টার দিকে বাঁশকান্দি ইউনিয়নের শম্ভুক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। বাচ্চু খলিফা দ্বিতীয়াখ- গ্রামের সফর খলিফার ছেলে। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধারে পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। এ সময় পুলিশের টিম শিবচরের শম্ভুক নদের এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে বাচ্চু খলিফা নামের এক ব্যক্তি নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।’
×