ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীবাগে ডিপিডিসির সাবস্টেশনে অগ্নিকা-ের ঘটনায় ২ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:১৯, ১ জুন ২০১৮

পরীবাগে ডিপিডিসির সাবস্টেশনে অগ্নিকা-ের ঘটনায় ২ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ পরীবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাবস্টেশনে অগ্নিকা-ের ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকেই তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। বিদ্যুত বিভাগ যুগ্ম সচিব নাজমুল আহসানকে আহ্বায়ক করে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের কমিটিতে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা বিদ্যুত বিতরণ কোম্পানি (ডিপিডিসি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি আছেন। অন্যদিকে ডিপিডিসির প্রধান প্রকৌশলী সরওয়ার এ কায়নাত নুরকে প্রধান করে পৃথক কমিটি গঠন করেছে বিদ্যুত বিতরণকারী কোম্পানিটি। এই কমিটিও রবিবারের মধ্যে প্রতিবেদন দেবে। যুগ্ম সচিব নাজমুল আহসান বলেন, তদন্ত কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও সকল বিষয় নিশ্চিত হওয়া যায়নি। রবিবারের মধ্যেই প্রতিবেদন দিতে পারবেন বলে মনে করেন তিনি। বুধবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর পরীবাগের সাবস্টেশনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনা স্থলে ছুটে যান। ঘটনায় প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা পরীবাগ, শাহবাগ, ঢাকা মেডিক্যাল কলেজ, সচিবালয়, শান্তিস্তরের একাংশ বিদ্যুত ছিল না। ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) হারুন-অর-রশীদ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখছে। রবিবার জানা যাবে কি কারণে আগুন লেগেছে এবং এ কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
×