ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুদ্বাপরাধী বিচার

তিন রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল ১২ জুলাই

প্রকাশিত: ০৬:১২, ১ জুন ২০১৮

তিন রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল ১২ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের ম্ুিক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা শফিকসহ তিন রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউট জিয়াদ আল মালুম ও প্রসিকিউটর রিজিয়া সুলতানা বেগম চমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর প্রসিকিউটর রিজিয়া সুলতানা বেগম চমন বলেন, ফরমাল চার্জ দাখিলের জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উপরোক্ত সময় প্রদান করে। তিনি আরও বলেন, রাজাকার মাওলানা শফিক ছাড়াও অন্য দুই রাজাকার হলো তাজুল ইসলাম ও জাবেদ মিয়া। এই তিন রাজাকারের মধ্যে মাওলানা শফিক পলাতক রয়েছে। অন্য দুই রাজাকার গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে।
×