ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:০৯, ১ জুন ২০১৮

উবাচ

মনগড়া কথা স্টাফ রিপোর্টার ॥ প্রিয় মানুষের অপকর্ম মেনে নেয়া কঠিন। বিএনপি নেতারাও তাই পারছেন না। বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে গেলেও তারা বলছেন, এসব মনগড়া কথা। খোদ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন খালেদা জিয়া ‘দুর্নীতির মামলায় কারাগারে’ এটা সম্পূর্ণ বানোয়াট, মনগড়া কথা। তিনি বলতে চেষ্টা করেছেন এই আদালতের রায় তারা মানে না। মামলা হয়েছে দুর্নীতি দমন আইনে। আর খালেদা জিয়াকে শাস্তি দেয়া হয়েছে দ-বিধিতে। তিনি (খালেদা জিয়া) নাকি ওয়াদা বরখেলাপ করেছেন। খন্দকার মোশাররফ বলেছেন, তা তিনি তেমন কিছুই করেনি। কেবলমাত্র সরকারের নির্দেশেই তাকে নাকি শাস্তি দেয়া হয়েছে। নিজের স্বামীর নামে প্রতিষ্ঠিত একটি এতিমখানার টাকা সরিয়ে নেয়ায় মা ও ছেলেকে সাস্তি দেয় আদালত। তবে খালেদা জিয়ার বয়স বিবেচনা করে তাকে কিছুটা কম শাস্তি দেয়া হয়। মনে থাকবে? স্টাফ রিপোর্টার ॥ এখন পেছন পেছন দৌড়ালেও ক্ষমতায় গেলে মনে রাখবে তো বিএনপি! শঙ্কা জেগেছে বিএনপির অন্যতম শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ভেতর। ‘এক নেতার এক দল’ এমন কয়েকটি রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে সম্প্রতি যুক্তফ্রন্ট নামে নতুন একটি জোট গঠন হয়েছে। তাদেরই ইফতার মাহফিলে গিয়ে বিএনপি মহাসচিব এই শঙ্কার কথা শুনে এসেছেন। সরকার বিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকার আহ্বানের মধ্যে মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে থাকলাম ‘সুসময় এলে’ দলটির ‘সুবিচেনায়’ কি থাকতে পারব? ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই জোটই পারবে দেশের সব সমস্যা দূর করে দিতে। এর উত্তরেই মান্না বলেন, ফখরুল ভাই, কথা কিন্তু আমাদের অনেক আছে। কারণ, এই যে লড়াই করব একদিন একটা ভোট হবে, ভোটের পরে জিতে ব্যাপক ভোট পেয়ে আপনারা সরকার গঠন করবেন। তখন আর আমাদের চিনবেন না, যদি এমন হয়? আমাদের অতীত অভিজ্ঞতা ভাল নয়। আপনাকে কষ্ট দেয়ার জন্য বলছি না, অহেতুক খোঁচাও দিচ্ছি না। শুধু এটিই বলছি, এটা বিবেচনায় রাখবেন।
×