ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার গণসংবর্ধনা ৭ জুলাই

প্রকাশিত: ০৬:০৮, ১ জুন ২০১৮

শেখ হাসিনার গণসংবর্ধনা ৭ জুলাই

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আগামী ৭ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা জানানো হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পাওয়ায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা জানাবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’ সেতুমন্ত্রী বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের আগে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন না। তবে এবারের নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিয়ে কিছু চমক থাকবে, সেটা এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তবে অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে, মিড়িয়া ব্যক্তিত্ব এ ধরনের কিছু থাকবে। যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, তাকে উইনেবল প্রার্থী হতে হবে। এ বিষয়ে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।’ জাতীয় দলের খেলোয়াড়দের মনোনয়ন দেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকাপের পরেই দেখা যাবে তারা কে কে নির্বাচন করবেন? কীভাবে করবেন, কোন আসন থেকে করবেন? এগুলো আলাপ-আলোচনার পর্যায়ে চলছে। বিশ্বকাপের আগে তারা মনস্থির করেননি। প্রসঙ্গত, আগামী বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন সিটির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ ২৮-২১ জুন ॥ ওবায়দুল কাদের বলেন, ‘বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে আগামী ১৮ থেকে ২১ জুন পর্যন্ত দলীয় মনোয়নের জন্য আবেদনপত্র বিতরণ করা হবে। ২২ জুন সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।’ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আচরণবিধি মেনেই আমরা প্রচার চালাব।’ ছাত্রলীগের ভাল কমিটি করতে কাজ করছেন শেখ হাসিনা ॥ ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের যেন ভাল কমিটি হয়, এ বিষয়গুলো নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই তদন্ত করছেন। শীঘ্রই ছাত্রলীগের কমিটি প্রকাশ করতে পারব বলে আশা করছি, তবে দিনক্ষণ বলতে পারব না। ছাত্রলীগের ভাল কমিটি আসবে, সবার প্রশংসা করার মতোই কমিটি আসবে।’ ২৩ জুন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ॥ ওবায়দুল কাদের বলেন, আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকালে এই ভবন উদ্বোধন করবেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। দাদির মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর ধানম-িতে বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খবর বাসস’র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীগণ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ’৭৫-এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
×