ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোয়াইট হাউসে অন্যরকম ট্রাম্প- কিম বৈঠক!

প্রকাশিত: ০৪:৩০, ১ জুন ২০১৮

হোয়াইট হাউসে অন্যরকম ট্রাম্প- কিম বৈঠক!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের জন্য আর মাত্র কয়েক দিন বাকি আছে তবে ইতোমধ্যে ট্রাম্প হঠাৎ দেখা করলেন আরেক কিমের সঙ্গে। তিনি হলে খোলামেলা ছবি ও জীবনাচারের জন্য বিখ্যাত কিম কার্দাশিয়ান (৩৭)। বুধবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। কারাবন্দী এক নারীর মুক্তির বিষয়ে আলাপ করার জন্যই তিনি দেখা করেন প্রেসিডেন্টের সঙ্গে। মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত হয়ে দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন এ্যালিস ম্যারি জনসন (৬৩) নামে ওই নারী। কিম কার্দাশিয়ান এ বিষয়টি নিয়ে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও কয়েক মাস ধরে কথা বলে আসছেন। এ্যালিসের মেয়ে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক শেষে ট্রাম্প টুইটারে বলেন, তাদের মধ্যকার বৈঠকটি চমৎকার হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রথম এ্যালিসের বিষয়ে জানতে পারেন কিম কার্দাশিয়ান। এরপর তিনি বিষয়টি নিয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। বুধবার ছিল এ্যালিসের জন্মদিন। সেটিও পরে এক টুইটে কার্দাশিয়ান জানান। মাদক বিক্রেতা ও পরিবেশকদের কাছে বার্তা প্রেরণের অভিযোগে ১৯৯৬ সালে আটক হন এ্যালিস। পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে আদালত। -এএফপি
×