ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমি বেঁচে আছি ॥ দাবি পুতিনবিরোধী সাংবাদিক আরকাদির

প্রকাশিত: ০৪:২৯, ১ জুন ২০১৮

আমি বেঁচে আছি ॥ দাবি পুতিনবিরোধী সাংবাদিক আরকাদির

ইউক্রেনের মাটিতে মঙ্গলবার রাশিয়ান সাংবাদিকের হত্যার বিষয়টি সম্পূর্ণ সাজানো বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ওই সাংবাদিকের হত্যার বিষয়ে গুজব ছড়ানো হয় যাতে রুশ হত্যাকারীদের ধোঁকা দেয়া যায়। এমনই এক মিথ্যা অভিযান পরিচালিত করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। বুধবার এ কথা জানান ইউক্রেনের নিরাপত্তা প্রধান। খবর বিবিসি ও সিএনএনের। ইউক্রেনীয় নিরাপত্তা প্রধান ভাসিল রিটেসাক বলেন, রুশ বাহিনী তাকে হত্যা করতে কিছু লোক পাঠিয়েছিল। ওই লোকদের এজন্য অর্থও দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। রুশ সাংবাদিক আরকাদি বাবচেঙ্কোকে হত্যা করা হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। তবে মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এক সংবাদ সম্মেলনে বেঁচে আছেন বলে দাবি করেন আরকাদি। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি প্রথমে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দেন তার জীবন বাঁচানোর জন্য। পাশাপাশি দাবি করেন এ ছাড়া তার আর কোন উপায় ছিল না। তাই তিনি মিথ্যা খবর ছড়ানোর ঘটনায় অংশ নেন। তিনি বলেন, আমি বেঁচে আছি। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি অনেকবার আমার বহু বন্ধু ও সহকর্মীকে কবর দিয়েছি। আমি জানি এতে কি ধরনের অসুস্থ অনুভূতি হয়। আমি দুঃখিত মিথ্যা হত্যার ঘটনায় জড়িত থাকায়। তবে আমার কোন উপায় ছিল না। সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর টুইটারে আরকাদি জানান তিনি ৯৬ বছর বয়সে মরতে চান। তাও আবার পুতিনের কবরের ওপর নাচ করে।
×