ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত: ০৪:০৪, ৩১ মে ২০১৮

ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আঙ্গুলের চোটে পড়া অধিনায়ক ইয়ন মরগানকে নিয়েই ঘরের মাটিতে আসন্ন স্কটল্যান্ড ও অক্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গত রবিবার রয়্যাল লন্ডন কাপে মিডলসেক্সের হয়ে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান মরগান। তবে আগামী ১০ জুন এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে ১৩ সদস্যের দলে নেয়া হয়েছে স্যাম বিলিংসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের ১৪ সদস্যের দলে ফিরেছেন বাটলার ও বোলার টম কুরান। বাদ পড়েছেন বিলিংস। ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেটও দলে ফিরেছেন। আগামী ১৩ জুন ওভালে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই মাসের শুরুতে ওয়ানডে র?্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে ইংলিশরা। অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে এটিই হবে জাস্টিন ল্যাঙ্গারের প্রথম এ্যাসাইনমেন্ট। স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
×